পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সম্পত্তি বিবাদের জেরে লিলুয়ার খুন যুবতি - women murdered in lilua

সম্পত্তি নিয়ে বিবাদ । অভিযোগ এর জেরেই লিলুয়ায় খুন যুবতি । মৃতের নাম ইতি মজুমদার ।

ছবি
ছবি

By

Published : Feb 25, 2020, 12:10 PM IST

লিলুয়া, 25 ফেব্রুয়ারি : লিলুয়ায় খুন যুবতি । মৃতের নাম ইতি মজুমদার । প্রতিবেশীদের একাংশের তরফে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই খুন । অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনই খুন করেছে ইতিকে । তদন্তে নেমে ইতির ভাশুর শিবশংকর দে-কে গ্রেপ্তার করেছে পুলিশ ।

লিলুয়ার বেলগাছিয়ার অন্তর্গত লিচু বাগানের বাসিন্দা শৈলেন দের সঙ্গে বিয়ে হয়েছিল লিলুয়া চকপাড়ার বাসিন্দা ইতি মজুমদারের (৩১)। তাঁদের একটি ১৩ বছরের পুত্র সন্তানও রয়েছে । সম্প্রতি ইতির শ্বশুর সম্পত্তি ভাগ করে দেয়। সেই সূত্রে ইতি একটি দোতলা বাড়ি এবং কিছু জমি পান। যদিও ওই দোতলা বাড়িতে বর্তমানে তার ভাশুর এবং ননদের পরিবার থাকত । যেহেতু নিজের ছেলেমেয়েক না দিয়ে বৌমাকে ওই বাড়ি দিয়ে যাওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত । পাশাপাশি ইতির স্বামীর বর্তমানে কোনও চাকরি না থাকায় স্বামী-স্ত্রীর মধ্যেও একটা টানাপোড়েন চলছিল । সম্প্রতি ইতির বাবার বাড়ি লোকজন এসে সমস্যা মেটানোর চেষ্টা করে। তখনই ইতির স্বামী তাঁর শ্বাশুড়িকে জানিয়ে দেয়, ইতিকে ডিভোর্স দিতে চায় সে।

এরই মাঝে, রবিবার সকালে ইতির বাড়িতে খবর যায়, মারা গিয়েছে ইতি । গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁকে। এরপর ইতির বাবার বাড়ির লোক গিয়ে দেখে ইতিকে হাওড়া হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। সকাল থেকে ইতির বাড়ির লোক শ্বশুরবাড়ি কাউকে খুঁজে না পাওয়ায় শেষমেশ লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ, তাদের মেয়েকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন । ঘটনার তদন্তে নামে পুলিশ । ইতির ভাশুর শিবশংকর দেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, ইতির ননদ, স্বামী এবং ননদের ছেলে পলাতক । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details