পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাগনানে বন্ধ ঘর থেকে মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

স্থানীয়দের দাবি , দু'দিন ধরে তাদের বাড়ি বন্ধ ছিল । পরে সন্দেহ হওয়ায় আজ সকালে তারা ব্যপারটি বোঝার চেষ্টা করে । এরপর ঘরের জানলা দিয়ে তারা মহিলার মৃতদেহ দেখতে পায় । এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে । অন্যদিকে পাশের ঘর থেকে স্বামীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ।

Image
ছবিটির প্রতীকী

By

Published : Feb 5, 2020, 11:47 PM IST

Updated : Feb 6, 2020, 12:46 AM IST

হাওড়া , 5 ফেব্রুয়ারি : বাগনানের হরিনারায়ণপুর এলাকায় বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল মহিলার রক্তাক্ত মৃতদেহ । মৃতার নাম মিনা বিশ্বাস (35) । দু'দিন বাড়ি বন্ধ থাকার পর আজ সকালে স্থানীয়রা বাড়ির জানলা দিয়ে দেখতে পায় ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মিনা বিশ্বাসের দেহ । আর পাশের ঘরে শুয়ে রয়েছে স্বামী । বাগনান থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।

বছর তিন-চার আগে মিনার সঙ্গে চন্দনের বিয়ে হয় । পরিবারের দাবি , রেলে চাকরির নাম করে মিনাকে বিয়ে করে চন্দন । কিন্তু এরপর থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয় । বাজারে প্রচুর দেনাও ছিল । প্রায় সাত-আট মাস আগে তারা হরিনারায়ণপুরের বাড়িতে ভাড়া আসে । স্থানীয়দের দাবি , দু'দিন ধরে তাদের বাড়ি বন্ধ ছিল । স্থানীয়দের দাবি , দু'দিন ধরে তাদের বাড়ি বন্ধ ছিল । সন্দেহ হওয়ায় আজ সকালে তারা ব্যপারটি বোঝার চেষ্টা করে । এরপর ঘরের জানলা দিয়ে তারা মহিলার মৃতদেহ দেখতে পায় । এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে । অন্যদিকে পাশের ঘর থেকে স্বামীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ।

পুলিশের প্রাথমিক অনুমান , দেনার জেরেই মহিলাকে খুন করে নিজে কীটনাশক বা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে । এ বিষয়ে স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি বাড়ির মালিককে আটক করেছে বাগনান থানার পুলিশ ।

Last Updated : Feb 6, 2020, 12:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details