পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিল্লি থেকে পাঁচলায় বাপের বাড়ি ফিরে রাত কাটাতে হল শ্মশানে - দিল্লি থেকে পাঁচলায় বাপের বাড়ি ফিরে রাত কাটাতে হল শ্মশানে

কোরোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন ৷ একারণেই রাজ্যে ফিরেও বাড়িতে ঠাঁই না পেয়ে সারারাত ছেলেকে নিয়ে শ্মশানে কাটাতে হল মহিলাকে ৷

woman spent night at crematorium  in panchla after coming from delhi
দিল্লি থেকে পাঁচলায় বাপের বাড়ি ফিরে রাত কাটাতে হল শ্মশানে

By

Published : Jul 11, 2020, 4:54 PM IST

পাঁচলা, 11 জুলাই : কোরোনা আতঙ্ক ৷ আর এই কোরোনা আবহে বাবার কাছে থাকতে এসেছিল মেয়ে ও তার ছেলে ৷ কিন্তু গ্রামবাসীদের বাধায় বাড়িতে ঢুকতে পারল না তারা ৷ ঠাঁই হল শ্মশানে ৷

বাবার কাছে থাকতে এসে শ্মশানে ঠাঁই হল ওই মহিলা ও তার ছেলের । স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে তারা দিল্লি থেকে ফিরে উলুবেড়িয়ার রাজাপুর থানার ঘরভাঙা বাসুদেবপুরে আসেন বাবার বাড়ি যাবেন বলে । যদিও গ্রামবাসীরা তাদের গ্রামে ঢুকতে বাধা দেয় । এরপর তারা পাঁচলা থানার সাহাপুরে তাদের অন্য একটি বাড়িতে আশ্রয় নিতে গেলে সেখানেও তাদের ঢুকতে বাধা দেওয়া হয় । এদিকে সন্ধ্যা হয়ে আসার পরেও মাথা গোঁজার ঠাঁই না পেয়ে তারা রাত কাটায় শ্মশানেই ৷

ওই গৃহবধূর অভিযোগ, গতকাল বিকেল থেকে বিভিন্ন জায়গায় ঘুরলেও তাদের থাকতে দেওয়া হয়নি । এছাড়াও , একাধিক জায়গায় অভিযোগ জানালেও এমনকি পুলিশকে জানালেও কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে সারারাত শ্মশানে কাটাতে হয়েছে তাদের । আজ দুপুর পর্যন্ত ওই মহিলা তার ছেলেকে নিয়ে শ্মশানেই আছেন । পুলিশ ও প্রশাসনকে স্থানীয় বাসিন্দারা সমস্যা মেটাতে আবেদন জানিয়েছে । আজ দুপুর 3 টে নাগাদ ঘটনাস্থানে আসে পুলিশ ও RAF ৷ তাদের তত্বাবধানে ওই মহিলা ও তার ছেলেকে বাড়িতে পাঠানো হয় ।

ABOUT THE AUTHOR

...view details