সাঁতরাগাছি, 1 মে : কোভিড আতঙ্কের মধ্যেই রেল স্টেশনে জন্ম নিল শিশু ৷ রেলকর্মীদের সহায়তাতেই সারা হল প্রসবের প্রক্রিয়া ৷ ঘটনায় খুশি প্রসূতি ও তাঁর পরিবারের সদস্যরা ৷ এমন অতিথির আগমনে করোনা আবহেও খুশির ছায়া হাওড়ার সাঁতরাগাছি রেল স্টেশনে ৷
রেল সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ খড়্গপুরের বাসিন্দা রঞ্জনা বিয়াদি হাওড়ায় আসছিলেন ৷ সন্তানসম্ভবা রঞ্জনার সঙ্গে ছিলেন তাঁর স্বামী সুমন ৷ ডাউন শালিমার লোকালে সাঁতরাগাছি পৌঁছনোর আগে ট্রেনেই প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় রঞ্জনার ৷ এরপর এক প্রকার বাধ্য হয়েই সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়েন এই দম্পতি ৷
এক নম্বর প্লাটফর্মে নেমে হেঁটে ফুটব্রিজে ওঠার পরই অসুস্থ বোধ করেন রঞ্জনা ৷ সেখানেই বসে পড়েন তিনি ৷ বিষয়টি রেলকর্মীদের নজরে আসা মাত্রই উদ্যোগী হন তাঁরা ৷ রঞ্জনাকে স্ট্রেচারে শুইয়ে টিকিট কাউন্টারের সামনে নিয়ে আসা হয় ৷ সেখানেই রেলকর্মীদের সহায়তায় কন্যা সন্তানের জন্ম দেন ওই তরুণী ৷