পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হনুমানের লাফে ছাদের চাঙড় খসে পড়ে মৃত্যু মহিলার - died one

বালির হাজরা পাড়ায় হনুমানের লাফে ছাদের চাঙড় ভেঙে মৃত এক মহিলা ।

হনুমানের লাফে ভেঙে পড়ল ছাদের একাংশ, মৃতা ১
হনুমানের লাফে ভেঙে পড়ল ছাদের একাংশ, মৃতা ১

By

Published : Jun 19, 2021, 2:30 PM IST

বালি, 19 জুন : হনুমানের লাফে ভেঙে পড়ল ছাদের চাঙড় । মৃত 1 । গত দুদিনের ভারী বৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল পুরানো বাড়ির ছাদ । জীর্ণ ছাদে হনুমান ঝাঁপ দিতেই ভেঙে পড়ল ছাদের চাঙড় । ফলে মৃত্যু হল ছাদের নীচে দাঁড়িয়ে থাকা ষাটোর্ধ্ব মহিলা আরতি দাসের ।

শুক্রবার রাতে ঘটনাটি ঘটে বালির হাজরা পাড়ায় । পরিবারের সদস্য সোমা দে জানান, তিনি ও তাঁর স্বামী উঠোনে গাছের চারা পুঁতছিলেন । সামনেই দাঁড়িয়ে ছিলেন আরতি দাস । তখনই ছাদে হনুমানের আওয়াজ পান । হনুমানের লাফেই ভেঙে পড়ে ছাদের চাঙড় । ছাদের নীচে দাঁড়িয়ে ছিলেন আরতি । চাঙড় ভেঙে পড়ায় মৃত্যু হয় তাঁর । বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

হনুমানের লাফে ভেঙে পড়ল ছাদের একাংশ, মৃতা ১

ABOUT THE AUTHOR

...view details