হাওড়া, 22 নভেম্বর : প্রোমোটিংয়ের জন্য জমি না দেওয়ায় মহিলাকে মারধরের অভিযোগ উঠল হাওড়ার পঞ্চাননতলায় ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে প্রোমোটার বিকাশ দাস ৷ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে তাঁর দাবি ৷ হাওড়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন মৌ সাধুখা ৷
2017 সালের ডিসেম্বরে মৌ সাধুখার দিদা আঙুরবালা সাধুখার মৃত্যু হয় ৷ তারপর থেকে বাড়িতে থাকেন তাঁর মেয়ে সুমতি সাধুখা ৷ দেখভালের জন্য সেই বাড়িতেই থাকেন সুমতি সাধুখার দিদির মেয়ে মৌ ৷ অভিযোগ, গত কয়েক মাস ধরে স্থানীয় প্রোমোটার বিকাশ দাস তার ওপর চাপ দিতে থাকে ৷ ওই বাড়িটি প্রোমোটারের হাতে তুলে দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হয় বলে দাবি মৌ-এর ৷ এমনকী মোটা টাকা দেওয়ার কথাও বলা হয় বলে দাবি করেন তিনি ৷ অভিযোগ, সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে ও তাঁর মাসিকে খুনের হুমকি দেয় অভিযুক্ত বিকাশ দাস ৷ এমনকী কয়েকদিন আগে মৌ-কে রাস্তায় ফেলে মারধর করেন বিকাশ দাসের স্ত্রী সহ অন্যরা ৷ এরপরই তিনি হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷