পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Woman Arrested With Ganja: হাওড়া স্টেশন থেকে উদ্ধার 20 লক্ষ টাকার গাঁজা, গ্রেফতার মহিলা পাচারকারী - howrah station

হাওড়া স্টেশন থেকে প্রায় 20 লক্ষ টাকার গাঁজা উদ্ধার করেছে রেল পুলিশ ৷ 69 কিলো গাঁজা-সহ গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে ৷

ETV Bharat
ধৃত গাঁজা পাচারকারী

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 11:00 PM IST

হাওড়া, 27 অগস্ট: হাওড়া আরপিএফ, জিআরপি ও অপরাধ মোকাবিলা দলের সম্মিলিত প্রচেষ্টাতে মিলল সাফল্য ৷ হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা । 25 অগস্ট অর্থাৎ শুক্রবার এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে ৷ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনে বিশেষ অভিযান চালানো হয় ওইদিন । হাওড়া স্টেশনের প্লাটফর্মে সন্দেহজনক অবস্থায় দেবিকা বারিক নামের এক মহিলাকে ঘুরতে দেখা যায় । ওই মহিলা যাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হয় রেল সুরক্ষা কর্মীদের । তারা ওই মহিলাকে তল্লাশির করলে মহিলার ব্যাগ থেকে 69 কিলো গাঁজা উদ্ধার হয়। এরপরই ওই মহিলাকে আটক করে রেল সুরক্ষা কর্মীরা ।

উদ্ধার হওয়া 6 বান্ডিল গাঁজার মূল্য প্রায় 20 লক্ষ টাকা জানা গিয়েছে । পরে ওই মহিলাকে গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ৷ এত বিপুল পরিমাণে গাঁজা সাম্প্রতিককালে হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়নি বলেই জানা গিয়েছে ৷ ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ পাশাপাশি এই মাদক পাচারের সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচারকারীদের যোগ আছে কি না, তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে ।

আরও পড়ুন: জমি বিবাদের জেরে বোনকে গলা কেটে খুন! পলাতক স্ত্রী-সহ অভিযুক্ত

রেল পুলিশ সূত্রের খবর ধৃত ওই মহিলাকে আগামিকাল অর্থাৎ সোমবার আদালতে পেশ করা হবে । তদন্তের স্বার্থে ওই মহিলাকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পাওয়ার আবেদন জানাবে রেল পুলিশ। রেলের নেটওয়ার্ককে ব্যবহার করে এই ধরণের অবৈধ মাদক চোরাচালানের ঘটনায় যথেষ্টই চিন্তিত রেল প্রশাসন । চলতি মাসেই হাওড়া স্টেশনের প্লাটফর্ম থেকে রেল সুরক্ষা কর্মীদের তৎপরতায় নগদ 38 লক্ষ টাকা উদ্ধার হয় । এছাড়াও শালিমার স্টেশন থেকে গত শুক্রবার 62 কেজি গাঁজা উদ্ধার হয় । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 যুবতী ও এক যুবককে গ্রেফতার করে রেল পুলিশ । শুক্রবার আচার্য জগদীশচন্দ্র বোস থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শালিমার স্টেশন থেকে উদ্ধার করেছিল বিপুল পরিমাণ গাঁজা । ভোরবেলা ডাউন চেন্নাই এক্সপ্রেস শালিমার স্টেশনে প্রবেশ করতেই ট্রেন থেকে নেমে আসা ওই দুই যুবতী ও এক যুবক ৷ হাতেনাতে ধরে ফেলে পুলিশ তাদের ।

ABOUT THE AUTHOR

...view details