পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোভিড বিধিনিষেধ অমান্য করেই হাওড়ায় খোলা মদের দোকান, গ্রেফতার 3 - covid 19 and its protocols

কোভিড বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে হাওড়ায় খোলা মদের দোকান ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বি-গার্ডেন থানার পুলিশ ৷ পুরো ঘটনায় গ্রেফতার তিন ৷

covid 19 and its protocols
covid 19 and its protocols

By

Published : May 24, 2021, 1:47 PM IST

হাওড়া , 24 মে : রাজ্য়ে জুড়ে জারি রয়েছে সরকারি বিধিনিষেধ ৷ সেই বিধিনিষেধকে তোয়াক্কা না করেই হাওড়ায় খোলা মদের দোকান ৷ অবাধে কালোবাজারি হচ্ছে দেশি বিদেশি মদ ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বি-গার্ডেন থানার পুলিশ ৷ পুরো ঘটনায় গ্রেফতার তিন ৷

রাজ্য সরকারের করোনাবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে মদ ৷ পাঁচিলের ফাঁক দিয়ে দেদারে কালোবাজারি হচ্ছে মদের ৷ একশো কুড়ি টাকার মদ বিক্রি হচ্ছে একশো ষাট টাকা করে ৷

এবিষয়ে প্রশ্ন করা হয় মদ বিক্রেতাকে ৷ তিনি বলেন, পাঁচিলের ফাঁক দিয়ে হোম ডেলিভারি হচ্ছে মদের ৷

আরও পড়ুন :ঘূর্ণিঝড়ে পরিণত নিম্নচাপ, আগামী 24 ঘণ্টায় অতি শক্তিশালী হবে যশ : মৌসম ভবন

ক্রেতা কনক সর্দার অভিযোগ করেন, "পাঁচিলের ফাঁক থেকে বিক্রি করা হচ্ছে মদ ৷ একশো কুড়ি টাকার মদকে বলছে একশো যাট টাকা ৷ আমি মদ কিনতে পারিনি ৷ এত দাম বলছে কী করে কিনব ?"

দেওয়ালের ফাঁক থেকে দেদারে বিক্রি হচ্ছে মদ

প্রায় একই দৃশ্য ধরা পড়ে হাওড়া আরেকটি মদের দোকানে ৷ সেখানেও করোনা বিধি না মেনেই চলছে মদের ব্যবসা ৷

ইতিমধ্যে, শহর জুড়ে টহল দিচ্ছে পুলিশের বাহিনী । যদিও এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details