হাওড়া , 24 মে : রাজ্য়ে জুড়ে জারি রয়েছে সরকারি বিধিনিষেধ ৷ সেই বিধিনিষেধকে তোয়াক্কা না করেই হাওড়ায় খোলা মদের দোকান ৷ অবাধে কালোবাজারি হচ্ছে দেশি বিদেশি মদ ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বি-গার্ডেন থানার পুলিশ ৷ পুরো ঘটনায় গ্রেফতার তিন ৷
রাজ্য সরকারের করোনাবিধিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে বিক্রি করা হচ্ছে মদ ৷ পাঁচিলের ফাঁক দিয়ে দেদারে কালোবাজারি হচ্ছে মদের ৷ একশো কুড়ি টাকার মদ বিক্রি হচ্ছে একশো ষাট টাকা করে ৷
এবিষয়ে প্রশ্ন করা হয় মদ বিক্রেতাকে ৷ তিনি বলেন, পাঁচিলের ফাঁক দিয়ে হোম ডেলিভারি হচ্ছে মদের ৷