পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিতলে দেখে নেব কে আমাদের কর্মীদের গায়ে হাত দেয় : রাজনাথ - cpim

"ভয় পাবেন না। পদ্ময় ভোট দিয়ে BJP-কে জেতান। জিতলে দেখে নেব কে আমাদের কর্মীদের গায়ে হাত দেয়।" বললেন রাজনাথ সিং।

রাজনাথ সিং

By

Published : Apr 18, 2019, 1:54 PM IST

আমতা, 18 এপ্রিল : আমতার জনসভা থেকে শাসকদলকে আক্রমণ করলেন রাজনাথ সিং। বলেন, "জিতলে দেখে নেব কে আমাদের কর্মীদের গায়ে হাত দেয়। ভয় পাবেন না। পদ্ময় ভোট দিয়ে BJP-কে জেতান।"

আজ হাওড়ার আমতায় নির্বাচনী জনসভা করেন রাজনাথ সিং। বলেন, "প্রথমে CPI(M) রাজনৈতিক হিংসা করত। এখন তৃণমূল তা করছে। বামপন্থীরা বাঙালিদের ধোঁকা দিয়েছিল। এখন তৃণমূলও ধোঁকা দিচ্ছে। বাংলায় উন্নয়নের জন্য 2 লাখ 80 হাজার কোটি টাকা দিয়েছি। রাজ্যে আমাদের সরকার এলে 2 হেক্টরের কম জমি থাকা কৃষকদের বছরে 6 হাজার টাকা দেওয়া হবে। কৃষকদের 3 হাজার টাকা পেনশন দেওয়া হবে।"

উলুবেড়িয়ার BJP প্রার্থী জয় ব্যানার্জির সমর্থনে রাজনাথ সিং বলেন, "জয় ডায়নামিক লিডার। ও ফিল্মের হিরো। এখানেও হিরো হবে। পদ্ম চিহ্নে ভোট দিন। নেহরু বলতেন গরিবি দূর করবেন, পারেননি। ইন্দিরাজিও বলেছিলেন, কিন্তু পারেননি। রাহুলও এখন একই কথা বলছে। গরিবি একমাত্র দেশ থেকে দূর করতে পারে মোদি।"

তিনি আরও বলেন, "মমতা রাজ্যে 55 হাজার শিল্প খোলার কথা বলেছিলেন। কিন্তু, পারেননি। একমাত্র BJP-ই পারে কারখানা খুলতে। আমাদের সরকার এলে দামোদরের ড্রেজ়িং হবে। কথা দিলাম। ভরসা রাখুন। আয়ুষ্মান ভারতের কার্ড সব রাজ্য পেয়েছে। শুধু দিদি দিচ্ছে না।"

ABOUT THE AUTHOR

...view details