পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Unnatural Death: 2 দিন ধরে স্বামীর মৃতদেহ আগলে স্ত্রী, দুর্গন্ধের চোটে পুলিশ ডাকলেন প্রতিবেশীরা - স্বামীর মৃতদেহ আগলে স্ত্রী

নিজে অসুস্থ ৷ তাই আগে স্বামীর মৃত্যু হলেও তা জানাতে পারেননি কাউকে ৷ সেই মৃতদেহ আগলে বসে রইলেন স্ত্রী ৷ দুর্গন্ধের জেরে পুলিশে খবর দিলেন প্রতিবেশীরা ৷

Etv Bharat
স্বামীর মৃতদেহ আগলে স্ত্রী

By

Published : Apr 19, 2023, 10:45 PM IST

হাওড়া, 19 এপ্রিল: দু'দিন আগেই মৃত্যু হয়েছে স্বামীর ৷ কিন্তু নিজের শারীরিক অসুস্থতার কারণে স্ত্রী কাউকে সে কথা জানাতে পারেননি । অসহায় হয়ে স্বামীর মৃতদেহ প্রায় দু'দিন ধরে আগলে ঘরে বসেছিলেন অসুস্থ স্ত্রী । এরপরই ওই বৃদ্ধ দম্পতির ফ্ল্যাটের ঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকায় সন্দেহ হয় অন্যান্য আবাসিকদের । তাঁরাই স্থানীয় চ্যাটার্জীহাট থানায় খবর দেন । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার ইছাপুর ডুমুরজলার এইচআইটি কোয়ার্টারে ।

খবর পেয়ে পুলিশ এসে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরের মেঝেতে পড়ে থাকা বৃদ্ধের দেহ উদ্ধার করে । ফ্ল্যাটের মধ্যে থাকা মৃতের অসুস্থ স্ত্রীকেও উদ্ধার করে পুলিশ । তাঁর স্ত্রী অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন । প্রতিবেশীদের অনুমান, প্রচণ্ড তাপপ্রবাহের দরুন গরমে অসুস্থ হয়েই সম্ভবত গৃহকর্তার মৃত্যু হয়েছে । মৃত ব্যক্তির নাম সমর ভট্টাচার্য (80)। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী ছিলেন ৷

অবসর গ্রহণের পরে পূজার্চনার পেশাতে যুক্ত হয়েছিলেন । পয়লা বৈশাখ অর্থাৎ শনিবারের পর থেকে তাঁকে আর ঘরের বাইরে আসতে দেখেননি প্রতিবেশীরা । বয়সজনিত কারণের জন্য অসুস্থতাও ছিল তাঁর ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সেরিব্রাল স্ট্রোক হয়েও মৃত্যু হতে পারে ৷ যদিও তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ওই দম্পতির কোনও আত্মীয় রয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জীহাট থানার পুলিশ আধিকারিকরা ।

দম্পতির প্রতিবেশী প্রশান্ত কুমার পাল জানান, দু'জনেই সেভাবে মিশতেন না লোকেদের সঙ্গে । গত রবিবারেও তিনি বৃদ্ধকে দেখেছিলেন । শনিবার নববর্ষের দিনে পুজো করতে বেরিয়েছিলেন । বুধবার সকালে তাঁর ছেলে ওই ফ্ল্যাটের সামনে দুর্গন্ধ পেয়ে বোঝেন ভিতরে কিছু একটা ঘটেছে । এরপরেই পুলিশের দ্বারস্থ হয়ে সমরবাবুর মৃতদেহ ও তাঁর অসুস্থ স্ত্রীকে উদ্ধার করা হয় । এই দম্পতির একজন ভাইপো আছে বলে জানান তিনি । কিছুদিন পূর্বে সে এই ফ্ল্যাটে এসেছিলেন বলেই জানান প্রশান্ত কুমার পাল ।

আরও পড়ুন :মেয়ের মৃতদেহ আগলে বসে মা, চাঞ্চল্য শিবপুরে

ABOUT THE AUTHOR

...view details