পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানের এতদিন পর কেন কেন্দ্রীয় দল? প্রশ্ন রাজীবের

আজ রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহার সঙ্গে বৈঠক করে তিন সদস্যের কেন্দ্রীয় দল ৷ তারপরই কেন্দ্রীয় দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

Rajiv Banerjee
Rajiv Banerjee

By

Published : Jun 9, 2020, 10:08 PM IST

হাওড়া, 9 জুন : কেন্দ্রীয় দলের আসতে কেন এত দেরি ? দিন 15 কেটে যাওয়ার পরে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল । এত দেরিতে কেন্দ্রীয় আসার যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ।

গত মাসে এই রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান । ঝড়ের তাণ্ডবে দুই 24 পরগনা সহ হাওড়া, হুগলি, কলকাতা বিপর্যস্ত হয় । তারপরেই মুখ্যমন্ত্রী সাহায্যের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান ৷ তার পরের দিন রাজ্যে আসেন প্রধানমন্ত্রী । মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী একসঙ্গে পরিদর্শন করেন রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ৷

তারপরে দিন 15 কেটে যাওয়ার পরে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল । এত দেরিতে কেন্দ্রীয় আসার যৌক্তিকতা নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "এটা আমার বোধগম্য হচ্ছে না কেন এত দেরি করে এলো কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল ।" তিনি আরও বলেন, "দেশের অন্য রাজ্যে বিপর্যয় ঘটলে সেখানে কেন্দ্রীয় টিম দ্রুত পৌঁছে যায় । ইতিমধ্যেই মধ্যে বিপর্যস্ত এলাকায় পুনসংগঠিত করার কাজ শুরু হয়ে গেছে । কোথাও সেই কাজ সম্পূর্ণ হয়ে গেছে । তাই এই সময়ে এসে তাঁরা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাপ করবেন কীভাবে । রাজ্যকে হেয় করার জন্যই এই বিলম্ব, যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখানো যায় ।"

ABOUT THE AUTHOR

...view details