হাওড়া, 24 জুলাই: রাত পোহালেই দেশর সর্বকনিষ্ঠ ও প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ৷ ভারতের 15তম রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী ৷ দ্বিতীয় মহিলা হিসেবে এই পদে বসতে চলেছেন তিনি ৷ সোমবার তাঁর শপথ নেওয়ার আগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন এরাজ্যের 27 জন আদিবাসী শিল্পী । তাঁরা আদিবাসী সমাজ থেকে উঠে আসা দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে নৃত্য ও গীত পরিবেশন করবেন । স্বাভাবিক যে, এই সুযোগে তাঁরা ভীষণ খুশি (West Bengal Tribal artists to take part in Droupadi Murmu Oath taking Ceremony) ।
শনিবার হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স থেকে 12381 পূর্বা এক্সপ্রেসে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শিল্পীরা । ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় তাঁরা দিল্লি যাচ্ছেন। হুগলির বৈঁচি গ্রামের বাসিন্দা পূর্ণিমা মাণ্ডি জানালেন, এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তাঁদের খুবই আনন্দ হচ্ছে । এমন সুযোগ জীবনে কখনও পাননি তাঁরা । তাঁরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ । নাচ, গান করাই তাঁদের পেশা । দেশের আদিবাসী সমাজের কেউ দেশের রাষ্ট্রপতি হচ্ছেন । আর সেই অনুষ্ঠানে তাঁরা অংশ নেবেন ৷