পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Droupadi Murmu Oath Ceremony: প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলার আদিবাসী শিল্পীরা - হাওড়া

আগামিকাল ইতিহাস তৈরি হতে চলেছে দেশে ৷ 25 জুলাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দেশের সর্বকনিষ্ঠ এবং প্রথম আদিবাসী বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মু ৷ সেই অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করতে হাওড়া থেকে দিল্লিতে রওনা দিলেন একদল আদিবাসী শিল্পী ৷

Droupadi Murmu
দ্রৌপদী মুর্মু

By

Published : Jul 24, 2022, 3:02 PM IST

হাওড়া, 24 জুলাই: রাত পোহালেই দেশর সর্বকনিষ্ঠ ও প্রথম আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন ৷ ভারতের 15তম রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী ৷ দ্বিতীয় মহিলা হিসেবে এই পদে বসতে চলেছেন তিনি ৷ সোমবার তাঁর শপথ নেওয়ার আগে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন এরাজ্যের 27 জন আদিবাসী শিল্পী । তাঁরা আদিবাসী সমাজ থেকে উঠে আসা দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে নৃত্য ও গীত পরিবেশন করবেন । স্বাভাবিক যে, এই সুযোগে তাঁরা ভীষণ খুশি (West Bengal Tribal artists to take part in Droupadi Murmu Oath taking Ceremony) ।

শনিবার হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স থেকে 12381 পূর্বা এক্সপ্রেসে চেপে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শিল্পীরা । ভারতীয় জনতা পার্টির ব্যবস্থাপনায় তাঁরা দিল্লি যাচ্ছেন। হুগলির বৈঁচি গ্রামের বাসিন্দা পূর্ণিমা মাণ্ডি জানালেন, এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে তাঁদের খুবই আনন্দ হচ্ছে । এমন সুযোগ জীবনে কখনও পাননি তাঁরা । তাঁরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ । নাচ, গান করাই তাঁদের পেশা । দেশের আদিবাসী সমাজের কেউ দেশের রাষ্ট্রপতি হচ্ছেন । আর সেই অনুষ্ঠানে তাঁরা অংশ নেবেন ৷

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুর জয়ে আদিবাসীদের উৎসবের অংশীদার অগ্নিমিত্রা

নয়াদিল্লিতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে এবং অংশ নিতে দিল্লি গেলেন আদিবাসী শিল্পীরা

প্রসঙ্গত 21 জুলাই দেশের সর্বকনিষ্ঠ হিসাবে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু । বৈধ ভোটের 50 শতাংশেরও বেশি ভোট তিনি পেয়েছেন । আজ 24 জুলাই দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ৷ তাঁর উত্তরসূরিকে বেছে নিয়েছেন 4 হাজার 809 জন সাংসদ ও বিধায়ক ।

আরও পড়ুন:রাষ্ট্রপতি নির্বাচনের দিনই উন্নয়নের দাবিতে বিক্ষোভ আদিবাসীদের

ABOUT THE AUTHOR

...view details