হাওড়া, 24 অক্টোবর : রাজ্যে কোরোনায় সংক্রমণ বেড়ে চলেছে । আর দেশে সংক্রমণ কমছে । এই অবস্থায় দাঁড়িয়ে পুজোমণ্ডপগুলিতে প্রবেশে কলকাতা হাইকোর্ট যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে, তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ।
আজ বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি । প্রতিমা দর্শনের পাশাপাশি বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবনে ফিরে যান। মঠ থেকে বেরোনোর সময় সাংবাদিকদের তিনি জানান, "দেবীর কাছে রাজ্যবাসীর ভালো চেয়ে প্রার্থনা করেছি । তিনি সদয় হবেন ।" পাশাপাশি তিনি আরও বলেন, "রাজ্যজুড়ে কোরোনা সংক্রমণ বৃদ্ধি দেশের বর্তমান ধারার বিপরীত । যা চিন্তার বিষয় । এই অবস্থায় কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক । পুজোগুলির কোনও ক্ষতি হয়নি । অথচ ভবিষ্যতের জন্য একটি ভালো পদক্ষেপ করা হল ।"