পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিদির আস্থার মর্যাদা রাখতে দলীয় সংহতিতে জোর বিদেশ বসুর - assembly election 2021

ভোটের প্রার্থী ঘোষণার পর বিদেশ বসু বলেন, গত দশ বছরে মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন কাজের মধ্যে দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনিও সেই কাজে সামিল হতে চান।

west bengal assembly election 2021 : Videsh Basu speech after candidate list declare
বিদেশ বসু

By

Published : Mar 5, 2021, 8:01 PM IST

কলকাতা, 5 মার্চ : কঠিন সময়ে তার উপর মমতা বন্দ্য়োপাধ্য়ায় আস্থা রাখায় খুশি বিদেশ বসু। আসন্ন নির্বাচনে প্রাক্তন ফুটবল তারকাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্ব থেকে বিদেশ বসুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই অভিনন্দন বার্তায় ভাসছেন। দশ বছরের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থেকেছেন। এবার প্রত্যক্ষ ভাবে লড়াইয়ের ডাক। " কঠিন সময়ে দলের হয়ে গুরু দায়িত্ব বর্তেছে আমার উপর। সেই দায়িত্ব দিয়েছেন দিদি। এই সময়ে তিনি যে আস্থা রেখেছেন তাতে আমি অভিভূত এবং কৃতজ্ঞ। মর্যাদার দেওয়ার চেষ্টা করব।"

একই সঙ্গে তিনি বলেন, "গত দশ বছরে মাননীয়া মুখ্যমন্ত্রী বিভিন্ন কাজের মধ্যে দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বিভিন্ন প্রকল্পের হাত ধরে বহু মানূষের উপকার হয়েছে। সবকাজ তিনি সম্পূর্ণ করেছেন। আমাদের কাজ হবে সেই কাজগুলোর আরও সফল বাস্তবায়ন।"

আরও পড়ুন- উত্তরপাড়ায় মমতার তারকা-বাজি কাঞ্চন, বুমেরাং হবে না তো ?

দেরি না করে দ্রুত মাঠে নামতে চান। উলুবেড়িয়ার মানুষের মধ্যে মিশতে চান। বিশ্বাস করাতে চান বিদেশ বসু তাদের কাছের এবং কাজের মানুষ। নিজের খেলোয়াড় জীবনের অভিঞ্জতায় বিশ্বাস করেন দলগত সংহতির। আসন্ন নির্বাচনে সেটাই হবে তার কাজের নীল নকশা। রাজনীতির মঞ্চ মানেই এখন কথার যুদ্ধ। সেখানে বাধন নেই। মিতভাষী বিদেশ বসু বলছেন,"কুকথায় প্রতিপক্ষ কে আক্রমণ করতে পারব না। আমি একজন খেলোয়াড়। খেলার জগতের স্পোর্টিং মেন্টালিটি নিয়েই মানুষের মন জয় এবং নির্বাচন জয়ের চেষ্টা করব।"

ABOUT THE AUTHOR

...view details