পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহিরাগত বিবাদে তৃণমূলকে খোঁচা তনুশ্রীর - বহিরাগত-ভূমিপুত্র বিবাদ

বহিরাগত-ভূমিপুত্র বিবাদ প্রসঙ্গে শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী বলেন,"এই বিবাদের কোনও মানে হয় না । এখন এই চিন্তা ভাবনা পাল্টানোর, মোড় ঘোরানোর সময় এসেছে । আমার মনে হয় এই দিনটা আসতে চলেছে ।"

tanusree chakraborty
তনুশ্রী চক্রবর্তী

By

Published : Mar 18, 2021, 11:01 PM IST

উলুবেড়িয়া, 18 মার্চ : বহিরাগত বলে কিছু হয় না । এগুলো আসলে তৈরি করা । এই চিন্তাকেই বদলানোর সময় এসেছে । পাল্টানোর, মোড় ঘোরানোর সময় এসেছে । বললেন শ্যামপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তী ।

বৃহস্পতিবার উলুবেড়িয়া এক নম্বর বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী । উলুবেড়িয়া পৌরসভা থেকে পায়ে হেঁটে উলুবেড়িয়া এক নম্বর বিডিও অফিসে আসেন । এই প্রসঙ্গে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এখানে আমি অভিনেত্রী হিসেবে আসিনি । ঘরে দেখলাম শ্যামপুর বিধানসভায় উন্নয়ন প্রয়োজন । এখানকার মানুষেরা অত্যন্ত কষ্টের মধ্যে আছেন । তাদের ক্ষোভ ও ভালোবাসার কথা অনুভব করেছি । তাই এই বিধানসভায় প্রয়োজন তরুণ প্রজন্মের নেতৃত্ব ।

বহিরাগত-ভূমিপুত্র বিবাদ প্রসঙ্গে তনুশ্রী

আরও পড়ুন : নবজন্মের মতো লাগছে, প্রচারে বেরিয়ে উচ্ছ্বসিত তনুশ্রী

বহিরাগত-ভূমিপুত্র বিবাদ প্রসঙ্গে তিনি বলেন, "এই বিবাদের কোনও মানে হয় না । এই এলাকা পশ্চিমবঙ্গ, ভারত থেকে তো আলাদা নয় । আমরা কেন বৃহত্তর চিন্তা ভাবনা করব না । বিজেপি এই চিন্তা ভাবনাটাই করায় । পাল্টে দেয় । এখন পাল্টানোর, মোড় ঘোরানোর সময় এসেছে । আমার মনে হয় এই দিনটা আসতে চলেছে ।"

ABOUT THE AUTHOR

...view details