হাওড়া, 19 মার্চ: ফের রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিলে গো ব্যাক স্লোগান তুলল তৃণমূল কর্মীরা ৷ এমনকি বিজেপি নেতা যে অঞ্চলে মিছিল করলেন সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় গো ব্যাক লেখা পোস্টারে ভরিয়ে তোলা হল । এই ঘটনায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হয় ৷ ঘটনা নিয়ে শাসকদল তাদের মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগও তুলল বিজেপি কর্মীরা ।
বৃহস্পতিবার ডোমজুর বিধানসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । জগদীশপুরে মিছিল করে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন রাজীব । সেই এলাকাতেই নিজেদের দলের পতাকা আর রাজীব বন্দ্যোপাধ্যায় গো ব্যাক লেখা পোস্টারে ভরিয়ে দিয়েছিল তৃণমূল । যদিও মিছিল করে যাওয়ার পথে বিজেপি কর্মীরা সেই হোর্ডিং ভেঙে দেয় । এদিকে, পুলিশের উপস্থিতিতেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদেশ্যে গো ব্যাক স্লোগান দিতে থাকা তৃণমূল কর্মীরা ।