শিবপুর, 7 মার্চ : শিবপুরের ভূমিপুত্র বিভাস হাজরাকে ভোটের টিকিট না দিয়ে মনোজ তিওয়ারিকে বেছে নেওয়া হয়েছে । তার প্রতিবাদে শনিবার সকালে একদফা বিক্ষোভের পরে আবার বিকেলে শানপুর মোড় অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা । দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ ।
কালীঘাটের বাড়ি থেকে শুক্রবার প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম ঘোষণা করেন । মনোজ তিওয়ারির নাম ঘোষিত হতে দেওয়াল লিখনের কাজ । সেলিব্রিটি প্রার্থীকে ঘিরে ওই কেন্দ্রের স্থানীয় কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । কিন্তু প্রার্থী ঘোষণার 24 ঘণ্টা কাটতে না কাটতে ওই কেন্দ্রে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী ও সমর্থকদের একাংশ । তাঁদের দাবি, অবিলম্বে মনোজ তিওয়ারিকে সরিয়ে বিভাস হাজরাকে প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে ।