হাওড়া, 20 ফেব্রুয়ারি : বিজেপি কর্মীসমর্থকদের মারধর, তাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । শুক্রবার ঘটনাটি ঘটেছে বাগনান থানার খালোড় এলাকায় । ঘটনায় আহত হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর । উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
অভিযোগ, খালোড় এলাকায় শিশু সংঘ নামে একটি ক্লাব রয়েছে । ওই ক্লাবের বেশিরভাগ সদস্যই বিজেপির কর্মী-সমর্থক । বেশ কয়েকদিন ধরেই অনুষ্ঠানে বিজেপি নেতাদের আসা নিয়ে ক্লাবের সদস্যদের মধ্যে মন কষাকষি চলছিল । শুক্রবার সকালে তাদের মধ্যে ফের বচসা বাঁধে । তার জেরে 40 থেকে 50 জন তৃণমূল কর্মী বাঁশ, রড, হকিস্টিক নিয়ে ক্লাবের বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে হাওড়া গ্রামীণ থানার পুলিশ আসে ।