কলকাতা ও হাওড়া, 21 অক্টোবর: আসন্ন দুর্যোগের আশংকায় রাজ্যের কৃষকদের জন্য জারি করা হল বিশেষ সতর্কবার্তা ৷ কৃষি দফতরের তরফে জারি করা ওই বার্তায় মূলত দক্ষিণবঙ্গের কৃষকদের নিম্নচাপ সম্পর্কে সতর্ক (Depression Alert for South Bengal) করা হয়েছে ৷ উল্লেখ্য, কালীপুজোর (Kali Puja 2022) সময়েই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) ৷ সেই আশংকাতেই কৃষকদের উদ্দেশে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে ৷
এই নির্দেশিকায় বলা হয়েছে, চলতি মাসের 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে ৷ এদিকে, আলিপুর হাওয়া অফিস থেকেও ইতিমধ্যেই অতি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ সেই পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় ও অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ যদিও রাজ্য সরকারের জারি করা সতর্কবার্তায় অযথা কৃষকদের আতঙ্কিত না হওয়ারও অনুরোধ করা হয়েছে ৷ তবে, অতিরিক্ত বৃষ্টির জেরে যাতে ফসলের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে মাঠে থাকা আমন ধান, সরষে, ডাল প্রভৃতি কেটে নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ একইসঙ্গে, ফসলের জমি থেকে যাতে দ্রুত বৃষ্টির জমা জল বের করে ফেলা হয়, কৃষকদের সেই বন্দোবস্তও করে রাখতে বলা হয়েছে ৷