পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 21, 2022, 2:25 PM IST

ETV Bharat / state

Special Alert for Farmers: দুর্যোগের আশংকা ! দক্ষিণবঙ্গে জারি কৃষি সতর্কতা

কালীপুজোর (Kali Puja 2022) সময়েই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) ৷ সেই আশংকাতেই দক্ষিণবঙ্গের কৃষকদের উদ্দেশে নিম্নচাপ সংক্রান্ত সতর্কবার্তা (Depression Alert for South Bengal) জারি করা হয়েছে ৷

West Bengal Agriculture Department issues Depression Alert for South Bengal
Depression Alert: দুর্যোগের আশংকা ! দক্ষিণবঙ্গে জারি কৃষি সতর্কতা

কলকাতা ও হাওড়া, 21 অক্টোবর: আসন্ন দুর্যোগের আশংকায় রাজ্যের কৃষকদের জন্য জারি করা হল বিশেষ সতর্কবার্তা ৷ কৃষি দফতরের তরফে জারি করা ওই বার্তায় মূলত দক্ষিণবঙ্গের কৃষকদের নিম্নচাপ সম্পর্কে সতর্ক (Depression Alert for South Bengal) করা হয়েছে ৷ উল্লেখ্য, কালীপুজোর (Kali Puja 2022) সময়েই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) ৷ সেই আশংকাতেই কৃষকদের উদ্দেশে বেশ কিছু নির্দেশ জারি করা হয়েছে ৷

এই নির্দেশিকায় বলা হয়েছে, চলতি মাসের 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে ৷ এদিকে, আলিপুর হাওয়া অফিস থেকেও ইতিমধ্যেই অতি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ সেই পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় ও অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ যদিও রাজ্য সরকারের জারি করা সতর্কবার্তায় অযথা কৃষকদের আতঙ্কিত না হওয়ারও অনুরোধ করা হয়েছে ৷ তবে, অতিরিক্ত বৃষ্টির জেরে যাতে ফসলের ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে মাঠে থাকা আমন ধান, সরষে, ডাল প্রভৃতি কেটে নেওয়ার আবেদন জানানো হয়েছে ৷ একইসঙ্গে, ফসলের জমি থেকে যাতে দ্রুত বৃষ্টির জমা জল বের করে ফেলা হয়, কৃষকদের সেই বন্দোবস্তও করে রাখতে বলা হয়েছে ৷

আরও পড়ুন:ঘনাচ্ছে নিম্নচাপ, আলোর উৎসবের তাল কাটতে ফের হাজির দুর্যোগ

দুর্যোগ আসার আগেই (যদি আসে) যাতে ক্ষেতের ধান কেটে ফেলা সম্ভব হয়, তা নিশ্চিত করতে কৃষকদের অত্যাধুনিক হারভেস্টর যন্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ৷ যাঁরা এখনও সরষে ও ডাল ক্ষেতে রোপন করেননি তাঁদের আরও কিছু দিন অপেক্ষা করতে বলা হয়েছে ৷ আবহবিদদের পরামর্শ, নিম্নচাপের ভ্রূকূটি কেটে গেলেই তাঁরা যেন ফসলের চারা রোপণ করেন ৷ যেকোনও ঝড় ও বৃষ্টিতেই সবজি ও ফলের বাগানের ব্যাপক ক্ষতি হয় ৷ তা সামাল দিতে আগেভাগেই ফলন কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ বিভিন্ন ধরনের লতানে সবজির মাচা এবং পানের বরজ শক্তভাবে বেঁধে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ৷

নিম্নচাপের জেরে ঝড়, বৃষ্টি হলে তারপর প্রয়োজনে ফসল বাঁচাতে কৃষকদের কীটনাশক স্প্রে করতে বলেছেন কৃষি দফতরের আধিকারিকরা ৷ তথ্য বলছে, কালীপুজোর সময়ে এই ধরনের নিম্নচাপ শেষবার দেখা গেছিল 2019 সালে ৷ ফের এবছর নিম্নচাপ ও তার জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ এর জেরে কৃষকদের পাশাপাশি পুজোর উদ্যোক্তাদেরও চিন্তা বাড়ছে ৷

ABOUT THE AUTHOR

...view details