বাগনান, ২১ জানুয়ারি : তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির গুলিবিদ্ধ দেহ উদ্ধার । অভিযোগ, খুন করা হয়েছে তাঁকে ৷ মঙ্গলবার সকালে হাওড়ার বাগনানের কড়িয়ার গ্রামের ঘটনা । মৃত আশাদুল রহমান বাগনান অঞ্চলের প্রাক্তন সভাপতি ছিলেন।
বাগনানে তৃণমূল নেতাকে গুলি করে খুন - তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির গুলিবিদ্ধ দেহ উদ্ধার
তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়।
গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর দেহ
মৃতের পরিবারের দাবি, আজ সকালে আসাদুলকে ফোন করে ডাকা হয়েছিল ৷ এরপর তিনি সাইকেল নিয়ে বেরিয়ে যান। বেশ কিছুক্ষণ পর কড়িয়া সেতুর কাছে তাঁর গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়ার পরই ঘটনাস্থানে পৌঁছান তাঁর পরিবারের লোকেরা।
মৃতদেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ঘটনাস্থানে পৌঁছায় হাওড়া গ্রামীণ পুলিশ। পুলিশের তরফে অবশ্য এবিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। ঠিক কী কারণে এই খুন সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Last Updated : Jan 22, 2020, 7:10 AM IST