হাওড়া, 16 অক্টোবর: তিনমাস পরীক্ষামূলকভাবে চালানোর পর রাজ্যে সোমবার নবান্ন থেকে উদ্বোধন হল সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। রাজ্যে বেসরকারি অ্যাপ ক্যাবের দাপটে যথেষ্টই চাহিদা কমেছিল শহরের হলুদ ট্যাক্সির। যদিও কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির ক্ষেত্রে অধিকাংশ ট্যাক্সি যাত্রীর গন্তব্যে যেতে না-চাওয়া, মিটারের চেয়ে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ বরাবরই ছিল হলুদ ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। তাই এই সকল যাত্রী সমস্যা দূর করে রাজ্যব্যাপী সরকারি অ্যাপ ক্যাবের পরিষেবা দেওয়া শুরু করল রাজ্য পরিবহণ দফতর। সোমবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী 'যাত্রী সাথী' নামে এই অ্যাপ পরিষেবার চালু করার কথা জানান।
কলকাতা ও তদসংলগ্ন অঞ্চলের সমস্ত হলুদ ট্যাক্সিকে এবার এই পরিষেবার আওতায় আনা হবে ৷ যে কোনও যাত্রী এই অ্যাপের মাধ্যমে গন্তব্যে যাওয়ার জন্য গাড়ি বুক করতে পারবেন যাত্রীরা ৷ যাত্রীদের সুবিধার জন্য হাওড়া স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে চালু হল 'যাত্রী সাথী অ্যাপ' পরিচালিত ট্যাক্সি ৷ কলকাতা, হাওড়া শহরতলি এলাকার পঞ্চাশ হাজারের বেশি ট্যাক্সি এই পরিষেবার আওতায় আনা হয়েছে। এই পরিষেবায় যাত্রীদের অপেক্ষাকৃত কম ভাড়া ও চালকদের বাড়তি মুনাফা হবে বলেই জানান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।