হাওড়া, 2 জুলাই: নিজের এলাকায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এসেছিলেন তৃণমূল প্রার্থী ৷ কিন্তু ভোট চাইতেই বিপত্তি! ৷ সরাসরি প্রার্থীর মুখের উপর 'তৃণমূলকে ভোট দেব না' বলে চেঁচিয়ে উঠলেন গ্রামবাসীরা ৷ শুক্রবার হাওড়ার সাঁকরাইল ব্লকের বাণীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রথতলাতে এমনই ঘটনা ঘটেছে ৷
ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ, বাণীপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানকে বারবার বলেও রথতলা এলাকাতে বাসিন্দাদের পানীয় জলের সমস্যায় কর্ণপাত পর্যন্ত করেননি । আর পঞ্চায়েত ভোট আসতেই ভোট চাইতে চলে এসেছেন । তাই রথতলার বাসিন্দারা তৃণমূলকে ভোট দেবেন না বলেই জানিয়েছেন । যদিও এলাকাবাসীর এহেন জবাবের মুখে তৃণমূল প্রার্থী সাফাই দেন ওই বুথে বিজেপির সদস্যজয়ী হওয়ার জন্যই সেখানে কোনও কাজ হয়নি । বরং তিনি জয়ী হলে ওই এলাকার পানীয় জলের সমস্যা মেটানোর জন্য চেষ্টা করবেন ।
তবে এহেন আশ্বাস পেলেও প্রার্থীর কথা শুনতে নারাজ গ্রামবাসীরা ৷ তাদের বক্তব্য, বুথ সদস্য বিজেপির হলেও পঞ্চায়েত প্রধান তো উন্নয়ন গ্রামের করতে কোনও দল বিচার করবেন না । তিনি তো পঞ্চায়েতের প্রধান । তাঁকে বারবার সমস্যার কথা বলা হলেও একটিবারের জন্য এই এলাকাতে সমস্যা দেখতেও আসেননি । নিত্যদিন এলাকাবাসীদের অনেক দূরে গিয়ে জল নিয়ে আসতে হয় । এদিনের ঘটনায় কোনও আবেদনে কান না দেওয়াতে ও এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে হতভম্ব হয়ে এলাকা ছাড়েন তৃণমূল প্রার্থী ।
এলাকার দীর্ঘদিনের প্রবীণ বাসিন্দা রাম নাগিনা সিং অভিযোগের সুরে বলেন, "এটা বাণীপুর 2 গ্রাম পঞ্চায়েতের রথতলা এলাকা । এখানে পানীয় জলের বড় সমস্যা । শুক্রবার এখানে ভোট চাইতে আসে তৃণমূলের প্রার্থী । ওকে বলে দিয়েছি ভাই তোকে ভোট দেব না । টানা ছয় মাসের অধিক সময় ধরে আমরা গঙ্গাজলে রান্না করছি ও খাচ্ছি । তোকে ভোট দিয়ে লাভ কী ? তৃণমূলের থেকে টাকা, চাকরি কিছু চাইনি, শুধু এলাকাতে যে জলের কল সারানো হোক সেটা চেয়েছি । তাই শুনে প্রার্থী বলছে আমাদের বুথে বিজেপির সদস্য জিতেছিল । কিন্তু পঞ্চায়েত প্রধান তো কোনও দলের হয় না । তাঁকে একাধিকবার বলা সত্ত্বেও এলাকার জলের সমস্যা মেটাতে কোনও কর্ণপাত করেননি । তাই প্রার্থীকে বলে দিয়েছি তৃণমূলকে ভোট দেব না ।"
একই অভিযোগের সুর ওই এলাকার অপর এক বয়স্কা বাসিন্দা ভবানী কর্মকারের গলাতেও । তিনি অভিযোগ করে তৃণমূল প্রার্থীকে বলেন, "এলাকাতে পানীয় জলের সংযোগ নেই । এই অবস্থায় গঙ্গা থেকে জল নিয়ে রান্না-সহ দৈনন্দিন কাজ সারার পাশাপাশি ওই জলই খেতে হচ্ছে । পরিশ্রুত পানীয় জলের জন্য এই বয়সেও অনেক দূরে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে । বাড়িতে জল না থাকলে বাচ্চাদের গঙ্গার জলই খাওয়াতে বাধ্য হচ্ছি ৷ এতে তারা পেটের অসুখে ভুগছে । পঞ্চায়েতে লিখিতভাবে জানিয়েও সমস্যা মেটেনি । এখন ভোট এসেছে তাই বলছে ভোট দিলে কল সারাবে । আমাদের দরকার নেই কলের আর ভোটও দেব না । এদেরকে ভোট দিয়ে লাভ কী ?"