হাওড়া, 10 এপ্রিল : উৎসবের আনন্দ আচমকা বদলে গেল হিংসায় ৷ বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার ফজিরবাজার এলাকা । অভিযোগ রামনবমীর মিছিল এদিন ফজিরবাজার এলাকায় ঢুকলে মিছিল লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি ৷ বাইরে থেকে ছোড়া ইটের আঘাতে আহত হন মিছিলে অংশগ্রহণকারী একাধিক সদস্য ৷ যার মধ্যে রয়েছেন এক মহিলাও ৷
ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় ফজিরবাজার এলাকা (VHP-TMC clash in Ram Navami rally in Howrah) ৷ পাল্টা ইটবৃষ্টি শুরু করে মিছিলে অংশগ্রহণকারী সদস্যরাও ৷ মিছিলে কে বা কারা ইট ছোড়ে, বিষয়টি স্পষ্ট না-হলেও ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। বিবাদমান দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা ৷ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করে হাওড়া সিটি পুলিশ। এই ঘটনাকে বিজেপির চক্রান্ত বলেই দাবি করেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যাণ ঘোষ। তিনি জানান, বাংলার মানুষ 2021 যাদের প্রত্যাখ্যান করেছে তাদের অযথা কেন শাসকদল কিছু করতে যাবে।