কলকাতা, 14 জুলাই : দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার সামনে কলকাতা থেকে হাওড়াগামী ছোট পণ্যবাহী গাড়িতে আগুন ৷ টোল পর করার পরই হঠাৎই গাড়ির ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে । চালক গাড়িটি রাস্তার ধারে দাঁড় করিয়ে নেমে যান । খবর দেওয়া হয় দমকলে । দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷
তবে দমকলের ইঞ্জিন এসে পৌঁছানোর আগেই গাড়িটির সামনের অংশ পুড়ে যায় ৷ ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি । যদিও দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে । ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ গাড়িতে বেশ কিছু মালপত্র ছিল ৷ গাড়ির ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর চালক সেগুলো গাড়ি থেকে নামিয়ে দেয় । গাড়ির মালিককে খবর দেওয়া হয়েছে ।