হাওড়া, 2 জানুয়ারি:এক বছর পূর্ণ হল নিউ-জলপাইগুড়ি ও হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ৷2023 সালের 1জানুয়ারি যাত্রা শুরু করেছিল 22301 আপ ও 22302 ডাউন হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। গতকাল এক বছর ওই রুটে এক বছর সম্পূর্ণ করলো ট্রেনটি । প্রথম যাত্রা থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ১০০% বুকিংয়ের মাধ্যমে যাত্রীদের আবেগে পরিণত হয়েছে বলেই জানাচ্ছে পূর্ব রেল। এক বছর সম্পূর্ন হওয়ার জন্য হাওড়া ষ্টেশনে যাত্রীদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ কেক কেটে এক বর্ষপূর্তি অনুষ্ঠান হয় ৷
হাওড়া স্টেশনে বন্দে ভারতের প্রথম বার্ষিকী পালন পূর্ব রেলের
Vande Bharat Express: হাওড়া স্টেশনে বন্দে ভারতের প্রথম বার্ষিকী পালন করল পূর্ব রেল । গত বছর 30ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করে ছিলেন বাংলার প্রথম বন্দে ভারত ট্রেন ।
Published : Jan 2, 2024, 10:34 PM IST
|Updated : Jan 2, 2024, 11:01 PM IST
উল্লেখ্য গত বছর যাত্রা শুরু হয় বন্দে ভারত এক্সপ্রেসের ৷ প্রতিটি রাজ্যের জন্য একটি করে বন্দে ভারত এক্সপ্রেস বরাদ্দ করা হয়েছিল ৷ তবে পশ্চিমবঙ্গকে 4টি বন্দে ভারত এক্সপ্রেস দেওয়া হয়েছে । যেগুলি হাওড়া–নিউ জলপাইগুড়ি, হাওড়া– পুরী, হাওড়া–পটনা এবং হাওড়া–রাঁচি রুটে ইতিমধ্যেই চালু হয়েছে বন্দে ভারত। এছাড়াও আপদকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য অতিরিক্ত বন্দে ভারত রেকটিও আনা হয়েছে। চালু থাকা রেকে যে কোনও ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হলে আরও একটি রেক আনা হয়েছে হাওড়াতে ৷ প্রথমে সপ্তাহের একটি দিন বন্ধ রাখা হলেও ৷ বর্তমানে সাতদিনই এই ট্রেন পরিষেবা দিচ্ছে ।
ভারতীয় রেল মন্ত্রক সূত্রে খবর, বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণও এই বছরের সালের প্রথম দিকে চালু করা হবে। ইতিমধ্যেই 400টি বন্দে ভারত ট্রেন (স্লিপার সংস্করণ) তৈরি করার পরিকল্পনা করেছে । প্রসঙ্গত, গত বছর 30ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করে ছিলেন বাংলার প্রথম বন্দে ভারত ট্রেন । এরপর পয়লা জানুয়ারি থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি রুটে পর্যটক ও যাত্রীদের কাছে ভীষণ জনপ্রিয় হয় এই ট্রেনটি।
আরও পড়ুন: