পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Howrah Silver Snatching Case : হাওড়ায় ব্যবসায়ীর রুপো লুঠের ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ গ্রেফতার 3

ব্যবসায়ীর রুপো ছিনতাই করে পুলিশের জালে দুই কনস্টেবল-সহ পাঁচ (Howrah Silver Snatching Case) ৷ উদ্ধার সাড়ে ছয় কেজি রুপো ৷

Howrah Silver Snatching
হাওড়ায় ব্যবসায়ীর রুপো লুঠে ধৃত পুলিশ কনস্টেবল

By

Published : Jun 9, 2022, 2:31 PM IST

Updated : Jun 9, 2022, 3:23 PM IST

হাওড়া, 9 জুন : ব্যবসায়ীর কাছ থেকে রুপো চুরি কাণ্ডের তদন্তে সাফল্য পুলিশের । গোটা ঘটনায় দুই পুলিশ কর্মী-সহ গ্রেফতার পাঁচ (Two police constable with other three arrested in Howrah silver snatching case)৷ উদ্ধার ছিনতাই হওয়া সাড়ে ছয় কেজি রুপো ৷

ব্যবসায়ীর করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে শুরু করে বড়বাজার থানা ৷ সিসিটিভি ফুটেজ ও সূত্র মারফত ওই দুই অভিযুক্তকে সনাক্ত করতে সক্ষম হন তদন্তকারী আধিকারিকরা । অভিযুক্তদের বিবরণ সামনে আসতেই দেখা যায় এদের মধ্যে একজন সমীরণ পাত্র, হাওড়া সিটি পুলিশের বি গার্ডেন থানায় কনস্টেবল পদে কর্মরত ৷ অপরজন সুরজিৎ সরকার, হাওড়া সিটি পুলিশের শিবপুর পুলিশ লাইনে কর্মরত । এছাড়াও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে আব্দুর সালাম শেখ (জয়নগর), সঞ্জয় কুমার শাহ ও ফিরোজ মণ্ডলকে (উত্তর 24 পরগনা) গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন :Police Constable Arrest for Snatching : রক্ষকই ভক্ষক ! ব্যবসায়ীর থেকে 20 কেজি রূপো ছিনতাইয়ে গ্রেফতার কনস্টেবল

মঙ্গলবার সমীরণ মান্না নামের এক ব্যবসায়ী হাওড়া থেকে নিউটাউনের বাসে উঠে বিশ্ব বাংলা গেটের সামনে নামতেই একটা সাদা রঙের অ্যাম্বাসাডরে চেপে বেশ কয়েকজন তাঁর সামনে এসে দাঁড়ায় । সেখানে থাকা সমীরণ পাত্র ও সুরজিৎ সরকার নিজেদের পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিয়েই ব্যবসায়ীকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে ৷ এরপর ওই ব্যবসায়ী গাড়িতে উঠলে তাঁর কাছে থাকা রুপো কেড়ে নিয়ে এক অজানা স্থানে তাঁকে নামিয়ে গাড়ি নিয়ে চলে যায় অভিযুক্তরা ।

ঘটনার পর ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করতেই গোটা বিষয়টি সামনে আসে ৷ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সাদা গাড়িটিকে চিহ্নিত করা সম্ভব হয় । গাড়ির মালিকের সূত্র ধরে পুলিশ আটক করে সঞ্জয়কে । তাকে জেরা করে বাকিদের নাম জানতে পারেন পুলিশ আধিকারিকরা ।

সঞ্জয়ের থেকে সাদা রঙের একটি অ্যাম্বাসাডরও বাজেয়াপ্ত করে পুলিশ । এই গাড়িটিই বুধবার ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার করা হয়েছিল বলে পুলিশের অনুমান ৷ ধৃতদের বৃহস্পতিবার কলকাতায় ব্যাঙ্কশাল কোর্টে হাজির করার কথা ।

আরও পড়ুন :Snatching Rifle : সীমান্তে মহিলা বিএসএফ জওয়ানকে মারধর করে রাইফেল ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা

Last Updated : Jun 9, 2022, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details