পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়ায় লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 2 যুবক - জগৎবল্লভপুর

পথদুর্ঘটনায় মৃত্যু হল 2 বাইক আরোহীর ৷ ঘটনায় আরও 1 জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ বুধবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ৷ মৃত দুই যুবক স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে ৷

two-person-dead-in-a-road-accident-in-howrah-jathballavpur
হাওড়ায় লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 2 যুবক

By

Published : Feb 10, 2021, 6:53 PM IST

হাওড়া, 10 ফেব্রুয়ারি : লরির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই যুবকের ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুর থানার বড়গাছিয়া মোড়ের কাছে। পুলিশ সূত্রে খবর, তিন জন যুবক একটি বাইকে করে যখন মুন্সিরহাটের দিক থেকে ডোমজুড়ের দিকে যাচ্ছিল, সেই সময় উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন : বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে

দুর্ঘনার পরে সেখানেই তিনজন বাইক আরোহী ছিটকে পড়ে রাস্তায় । ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়, একজনকে আশঙ্কাজনক অবস্থায় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । দুর্ঘটনার পর লরি নিয়ে চম্পট দেয় লরির চালক । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ । প্রাথমিকভাবে জানা গেছে ওই এলাকায় একটি ক্লাবে দু’দিনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই তিনজন ওই ক্লাবেরই সদস্য ছিলেন ৷ তাঁরা ক্লাবের অনুষ্ঠানের জন্য সবাইকে নিমন্ত্রণের জন্য বাইক নিয়ে সকালে বেরিয়েছিলেন ৷ তারপরে এই দুর্ঘটনা ঘটে ।

ABOUT THE AUTHOR

...view details