পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোটানিকাল গার্ডেন এলাকায় জলমগ্ন রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট, মৃত 2

টানা বৃষ্টির জেরে জলমগ্ন রাস্তা ৷ এই অবস্থায় জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ৷ মৃত্যু হয়েছে দুই যুবকের ৷ হাওড়ার বোটানিকাল গার্ডেন থানা এলাকার ঘটনা ৷

botanical garden
botanical garden

By

Published : Aug 20, 2020, 5:12 PM IST

শিবপুর, 20 অগাস্ট : জমা জলে পড়ে ছিল বিদ্যুতের তার । আর তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের । হাওড়ার বোটানিকাল গার্ডেন থানা এলাকার বরফকল চত্বরের ঘটনা । মৃতরা হলেন সুমন শর্মা(30) ও শ্রীকান্ত দাস (35) ৷ তাঁরা হাওড়ার বাসিন্দা ৷

গতরাতে কোনও কারণে ওই এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে যায় ৷ সেই তার জমা জলে পড়ে ছিল । সকাল থেকে লকডাউন জারি থাকায় রাস্তাঘাট এমনিতেই ফাঁকা ৷ তাই বিষয়টি প্রথমে কারও নজরে পড়েনি । তার উপর একনাগাড়ে বৃষ্টি চলছে ৷ যার জেরে জলমগ্ন রাস্তা ৷ এই অবস্থায় সেই জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনা ঘটে ৷ মৃত্যু হয় সুমন শর্মা (30) ও শ্রীকান্ত দাসের (35) । দু'জনের বাড়ি হাওড়ার লিপি সিনেমা হল সংলগ্ন এলাকায় ।

হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই যুবকের

ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই খবর দেওয়া হয় CESC-র স্থানীয় অফিসে । বন্ধ করে দেওয়া হয় ওই এলাকার বিদ্যুৎ পরিষেবা ৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে আসে CESC ও বোটানিকাল গার্ডেন থানার পুলিশ । তারপরই দেহ দু'টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে লকডাউন চলাকালীন ওই দুই যুবক ওই এলাকায় কী করছিল তা জানার চেষ্টা করেছে পুলিশ ।

নীলিমা দাস নামে এক প্রত্যক্ষদর্শীর কথায়, প্রথমে ওই দুই যুবককে হেঁটে আসতে দেখেন তিনি । কিন্তু হঠাৎ দু'জন রাস্তায় পড়ে যায় । তারপর ছটফট করতে থাকে ৷ প্রতিবেশীদের খবর দেওয়া হয় ৷ তারপর খবর দেওয়া হয় পুলিশকে ৷ ততক্ষণে মৃত্যু হয় ওই দুই যুবকের ৷

ABOUT THE AUTHOR

...view details