পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্ত প্রাক্তন মেয়র পারিষদ সদস্য ও তাঁর স্ত্রী - হাওড়া

CPI(M)-র দলীয় সূত্রে খবর গত কয়েকদিন ধরেই জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন ওই নেতা । তারপরই তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয় ৷ তাতেই জানা যায় কোভিড 19 পজ়িটিভ ওই দম্পতি ।

howrah
howrah

By

Published : May 12, 2020, 4:46 PM IST

হাওড়া, 12 মে : এবার কোরোনা আক্রান্ত হাওড়া পৌরনিগমের CPI(M)-র প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ও তাঁর স্ত্রী ৷ হাওড়ার টিকিয়াপাড়া বাসিন্দা ওই দম্পতি ৷ গতকাল তাঁদের ভরতি করা হয়েছে ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতলে ।

CPI(M)-র দলীয় সূত্রে খবর গত কয়েকদিন ধরেই জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন ওই নেতা । তারপরই তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করা হয় ৷ তাতেই জানা যায় কোভিড 19 পজ়িটিভ ওই দম্পতি । এরপরই তাঁদেরকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । প্রসঙ্গত, কিছুদিন আগে CPI(M)-র আরেক প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পরিষদের সদস্য কোরোনা আক্রান্ত হয়ে মারা যান । তিনি শিবপুরের পিএম বস্তিতে থাকতেন । সূত্রের খবর, কিছুদিন আগে দলের পক্ষ থেকে ত্রাণ দিতে দিল্লি গিয়েছিলেন ওই দুই নেতা ।

হাওড়া জেলার CPI(M)-র জেলা সম্পাদক বিপ্লব মজুমদার জানিয়েছেন, "এই সময় জনগণের জন্য কাজ করতে গিয়ে তাঁরা কোরোনা আক্রান্ত হয়েছেন ।" সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, "টেস্টিং পরিষেবার অবস্থা খুব খারাপ । কোরোনা আক্রান্ত CPI(M)-কর্মী ও প্রাক্তন মেয়র পরিষদ সদস্য দীর্ঘদিন টেস্ট করাতে পারেননি । পরে যখন টেস্ট করান তার পরেও তাঁকে হাসপাতালে নিয়ে যেতে প্রশাসনের তরফে সদর্থক ভূমিকা নিতে দেরি হয় ।"

ABOUT THE AUTHOR

...view details