হাওড়া, 27 এপ্রিল: ইতিমধ্যেই দু'জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ এই পরিস্থিতিতে হাওড়া কোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাওড়া কোর্টের বার অ্যাসোসিয়েশন । আগামিকাল থেকে সামনের মাসের 7 তারিখ অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই সময়ের মধ্যে হাওড়া আদালতের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা । ওয়েস্টবেঙ্গল বার কাউন্সিল আগেই ঘোষণা করেছিল রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম বন্ধ রাখা হবে ।
হাওড়া আদালতের ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরির সভাপতি সমীর বসু রায়চৌধুরী জানিয়েছেন, তিনটি বার অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তকে মান্যতা দিয়ে তাঁরাও আগামিকাল থেকে আদালতের কাজকর্ম করবেন না । ইতিমধ্যে দু'জন আইনজীবী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন । তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।