পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিবপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনাস্থলে পুলিশ ও ব়্যাফ

বোনকে উত্যক্ত করায় অভিযুক্ত যুবকদের নামে থানায় অভিযোগ জানান দিদি ৷ মীমাংসা করতে চেয়ে ডেকে তরুণীর দিদিকে শ্লীলতাহানি করে অভিযুক্ত ওই যুবকরা ৷ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষে জড়াল দুই গোষ্ঠী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ ও ব়্যাফ ৷

তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিবপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ
তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিবপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ

By

Published : May 11, 2021, 11:22 AM IST

Updated : May 11, 2021, 2:13 PM IST

শিবপুর, 11 মে : এক তরুণীকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল শিবপুর থানা এলাকায় । এই নিয়ে শিবপুর পুলিশ লাইনের সামনে চলল দোকানপাট, এটিএম কাউন্টার ও গাড়ি ভাঙচুর । খবর পেয়ে পুলিশ ও ব়্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।


প্রসঙ্গত, উত্তর হাওড়ার সালকিয়ার বাসিন্দা এক তরুণীকে মোবাইলে মেসেজ ও ফোন করে উত্যক্ত করছিল শিবপুরের কয়েকজন যুবক । বেশ কিছুদিন ধরেই এই ঘটনা চলছিল । বাধ্য হয়ে ওই তরুণী তাঁর পরিবারের লোকজনকে বিষয়টি জানালে সোমবার রাতে ওই তরুণীর দিদি শিবপুর থানায় অভিযোগ করতে আসেন । এই খবর পেয়ে অভিযুক্ত যুবকরা তরুণীর দিদিকে মীমাংসা করার জন্য ডেকে পাঠায় । শিবপুরে অভিজাত একটি শপিং মলের সামনে এলে ওই যুবকরা তরুণীর দিদির সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে । তাঁকে গালিগালাজ করা হয়, এমনকি প্রকাশ্যে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ।

তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে শিবপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনাস্থলে পুলিশ ও ব়্যাফ

এই ঘটনার পর ওই এলাকারই কিছু যুবক এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে । এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় ঝামেলা । লাঠি ও বাঁশ নিয়ে উভয়পক্ষের প্রায় শখানেক লোকজন রাস্তায় নেমে পড়ে । পুলিশের সামনেই পুলিশ লাইনের কাছে ইট বৃষ্টি শুরু হয় । পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকে ৷ ভাঙচুর করা হয় এটিএম সহ কয়েকটি গাড়ি ও বাইক । উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । ঘটনায় কয়েকজন জখম হয় ।

আরও পড়ুন :লকডাউনের পথে তেলাঙ্গানা ? মন্ত্রিসভার বৈঠক ডাকলেন কেসিআর

এরপর শিবপুর থানার পুলিশ ও ব়্যাফ নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় আটক করা হয়েছে কয়েকজনকে । হাওড়া সিটি পুলিশের হেডকোয়ার্টার শিবপুর পুলিশ লাইনের সামনে এ ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । অভিযোগকারী মহিলা জানান, পুলিশের সামনে ঘটনা ঘটলেও পুলিশ প্রথমে কোনও ব্যবস্থা নেয়নি ।

আয়ান আলি নামে আক্রান্ত এক যুবক জানান, রাস্তার ওপরে ওই তরুণীকে গালিগালাজ করা হচ্ছিল ৷ এর প্রতিবাদ করায় তাঁদের মারধর করা হয় । পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তদের গ্রেফতার করা হবে ।

Last Updated : May 11, 2021, 2:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details