শিবপুর, 11 মে : এক তরুণীকে উত্যক্ত করার ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল শিবপুর থানা এলাকায় । এই নিয়ে শিবপুর পুলিশ লাইনের সামনে চলল দোকানপাট, এটিএম কাউন্টার ও গাড়ি ভাঙচুর । খবর পেয়ে পুলিশ ও ব়্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
প্রসঙ্গত, উত্তর হাওড়ার সালকিয়ার বাসিন্দা এক তরুণীকে মোবাইলে মেসেজ ও ফোন করে উত্যক্ত করছিল শিবপুরের কয়েকজন যুবক । বেশ কিছুদিন ধরেই এই ঘটনা চলছিল । বাধ্য হয়ে ওই তরুণী তাঁর পরিবারের লোকজনকে বিষয়টি জানালে সোমবার রাতে ওই তরুণীর দিদি শিবপুর থানায় অভিযোগ করতে আসেন । এই খবর পেয়ে অভিযুক্ত যুবকরা তরুণীর দিদিকে মীমাংসা করার জন্য ডেকে পাঠায় । শিবপুরে অভিজাত একটি শপিং মলের সামনে এলে ওই যুবকরা তরুণীর দিদির সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে । তাঁকে গালিগালাজ করা হয়, এমনকি প্রকাশ্যে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ।
এই ঘটনার পর ওই এলাকারই কিছু যুবক এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে । এরপর দু’পক্ষের মধ্যে শুরু হয় ঝামেলা । লাঠি ও বাঁশ নিয়ে উভয়পক্ষের প্রায় শখানেক লোকজন রাস্তায় নেমে পড়ে । পুলিশের সামনেই পুলিশ লাইনের কাছে ইট বৃষ্টি শুরু হয় । পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে থাকে ৷ ভাঙচুর করা হয় এটিএম সহ কয়েকটি গাড়ি ও বাইক । উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় । ঘটনায় কয়েকজন জখম হয় ।