হাওড়া, 10 ডিসেম্বর: শুক্রবার রাত্রে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ (Two Bangladeshi Infiltrator Arrested in Howrah) । ধৃতদের নাম সোহাগ মুন্সি ও শেখ জাকির হোসেন । ভট্টনগর এলাকার বেলেডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুই বাংলাদেশিকে ৷
ধৃত দুই বাংলাদেশি ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধারাতে লিলুয়া থানায় মামলা রুজু করা হয়েছে । ধৃতদের সঙ্গে বাংলাদেশি মুজাহিদিন অথবা লস্কর-ই-তৈবা-সহ আলকায়দা জঙ্গি গোষ্ঠীর কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা । ধৃতদের থেকে পাওয়া নথি ও অন্যান্য সামগ্রী পরীক্ষা করে দেখা হচ্ছে । ধৃতদের শনিবার হাওড়া আদালতে পেশ করা হয়েছে । আদালত তাদের আটদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ৷