ডোমজুড়, 4 মে : ভোটের ফলপ্রকাশের পর হিংসায় উত্তপ্ত হাওড়ার ডোমজুড় ৷ বিজেপি কর্মীদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ গতকাল রাতে ডোমজুড়ের লক্ষ্মণপুর গ্রামে 15-20 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ঢোকে । তাদের হাতে লাঠি, লোহার রড এবং ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগ । ওই হামলাকারীরা একের পর এক বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় ৷
বিজেপি কর্মীদের অভিযোগ, কমপক্ষে 15টি বাড়িতে ও একটি ক্লাবে ভাঙচুর করা হয় । একটি বাড়িতে ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বেশ কিছু বাড়িতে ভাঙচুরের পাশাপাশি চলে অবাধ লুটপাট । বিজেপি কর্মীদের আরও অভিযোগ, ডোমজুড় থানায় ঘটনার কথা জানানো হলেও পুলিশের পক্ষ থেকে কোনও সাহায্য পাননি তাঁরা । এলাকাবাসীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা । রাতের এই ঘটনার পর আজ সকাল থেকে এলাকার পরিস্থিতি যথেষ্ট থমথমে । এলাকার বেশিরভাগ পুরুষ ঘরছাড়া ।