বাগনান, 29 অক্টোবর: এক BJP সমর্থকের দু'টি হোটেলে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে । হাওড়ার বাগনানের নাউপালার ঘটনা । আজ দুপুরে খাবার দেওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে সামান্য বচসা হয় কিছু খদ্দেরের । অভিযোগ, এরপরেই প্রায় 70 থেকে 80জন তৃণমূল কর্মী-সমর্থক বাঁশ লাঠি, নিয়ে হামলা চালায় দু'টি হোটেলে । এছাড়াও হোটেলে থাকা প্রায় 5 লাখ টাকা লুটপাটের পাশাপাশি হোটেল কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷
BJP সমর্থকের দু'টি হোটেল ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
BJP করায় এক হোটেল মালিকের দু'টি হোটেল ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ টাকা লুটপাট করার পাশাপাশি কর্মীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ ৷
ওই হোটেল দু'টির মালিক চন্দ্রনাথ ঘোষ ৷ অভিযোগ, তিনি BJP সমর্থক বলেই তাঁর উপর অনেকদিন ধরেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের আক্রোশ রয়েছে ৷ আজ সেই আক্রোশ মেটাতে তাঁর হোটেল দু'টিতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । তিনি বাগনান থানায় অভিযোগ দায়ের করেছেন । তবে চন্দ্রনাথবাবুর সমস্ত অস্বীকার করেছেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন । তিনি জানান, ওই হোটেল দু'টিতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজকর্ম হয় ৷ তারই প্রতিবাদ করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই । হোটেলের কর্মীরা স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার, ধাক্কাধাক্কি করে । সেই কারণেই তাঁরা বিক্ষোভ দেখান ৷
অরুণাভবাবু বলেন, "ঘটনাটি সাজিয়ে, গুছিয়ে তৃণমূলের নামে চাপানো হচ্ছে ৷ আজকাল যে কোনও বিষয়ে তৃণমূলকে জড়িয়ে দেওয়া হচ্ছে । তৃণমূলকে জড়িয়ে দিলেই খবর হয়ে যায় ৷ কিন্তু আদৌ এ রকম কোনও কাজকর্মের সঙ্গে তৃণমূল যুক্ত নয় ।" ঘটনার তদন্ত শুরু করেছে বাগনান থানার পুলিশ ৷