পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরকীয়া ও রাজ্যপাল, আমের আচারের মতো হয়ে গিয়েছে : মদন মিত্র

রাজ্যপাল জগদীপ ধনকড়ের সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক তৃণমূলের মদন মিত্র ৷ বৃহস্পতিবার হাওড়ায় একটি অনুষ্ঠানে গিয়ে তিনি এই মন্তব্য করেন ৷

trinamool congress mla madan mitra made controversial comment on governor jagdeep dhankhar
পরকীয়া ও রাজ্যপাল, আমের আচারের মতো হয়ে গিয়েছে : মদন মিত্র

By

Published : Jun 25, 2021, 4:25 PM IST

বালি (হাওড়া), 25 জুন : রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) বিভিন্ন কাজ নিয়ে বারবার সমালোচনা করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) ৷ এবার সেই ধরনের সমালোচনা করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কামারহাটির বিধায়ক তৃণমূলের মদন মিত্র (Madan Mitra) ৷ তিনি পরকীয়া ও রাজ্যপালের মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছেন ৷ বৃহস্পতিবার বিকেলে হাওড়ার বালিতে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷

ওইদিন হাওড়ার বালিতে একটি ফুচকা উৎসবে যোগদান করেছিলেন মদন মিত্র ৷ সেখানে তিনি বলেন, ‘‘পরকীয়া আর রাজ্যপাল দু’টোই লেবুর চাটনি আর আমের আচারের মতো হয়ে গিয়েছে ৷’’ যদিও তিনি জানিয়েছেন যে, এই নিয়ে তিনি আর কোনও মন্তব্য করতে চান না ৷

আরও পড়ুন :প্রাক্তন তো প্রসেনজিত্, আমার প্রাক্তন বান্ধবীও নেই, প্রাক্তন দলও নেই ; শোভন-প্রশ্নে জবাব মদনের

একই ভাবে কোনও মহিলার সম্পর্কেও তিনি কোনও খারাপ মন্তব্য করতে চান না বলেও জানান মদন মিত্র ৷ তার পরও তিনি বলেন, ‘‘রাজ্যপালের উপযুক্ত একজন মহিলা বাংলায় আছেন ৷ যাঁকে রাজ্যপালের সঙ্গে খুব ভালো মানাত ৷ সেটা বলতে চাইছি না ৷’’

এমনকী, তিনি জানান যে রাজ্যপাল ধনকড়কে (Jagdeep Dhankhar) দেখলে তাঁর একটি কবিতার কথা মনে পড়ে যায় ৷ যে কবিতাটি তিনি পড়েছিলেন শৈশবে ৷ আর সেটি হল ‘জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে’ ৷ এর পর তিনি রাজ্যপালের মাথা নাড়ার পদ্ধতি অনুকরণ করে দেখান ৷ তার সঙ্গে পাগলা হাতির মাথা নাড়ার যোগসূত্র ব্যাখ্যা করেন ৷ পরে অবশ্য বলেন, ‘‘এটা আমার খুব ভালো লাগে ৷’’ অন্যদিকে তাঁর বক্তব্য, ‘‘আমার রাজ্যপালের মুখ দেখলেই অবসাদ তৈরি হয় ৷’’

আরও পড়ুন :হাসপাতাল থেকে বেরিয়ে লাল ধুতি-পঞ্জাবিতে গানে-রসবোধে রঙিন মদন

একই সঙ্গে তিনি রাজ্যপালের পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন ৷ তিনি বলেন, ‘‘আমি মনে করি এই ধরনের পদ তুলে দেওয়া উচিত ৷ টাকা লুঠ, ফুর্তি হচ্ছে, টুইট করা হচ্ছে ৷’’

এদিকে এদিন তিনি যে অনুষ্ঠানে যোগদান করেছিলেন, সেই অনুষ্ঠান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ, করোনা আবহে এই অনুষ্ঠান আয়োজিত হল কীভাবে, সেই প্রশ্ন উঠছে ৷ তাছাড়া এই অনুষ্ঠানে তৃণমূলের নেতাদের ছবি অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন :শুভেন্দু ডাকাত সর্দার, কটাক্ষ মদনের

ABOUT THE AUTHOR

...view details