বাগনান, 14 সেপ্টেম্বর : তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত বাগনানের মেনলক গ্রাম । গতকাল রাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 15 টি বাড়িতে ভাঙচুর করা হয় । এর পাশাপাশি চলে ব্যাপক বোমাবাজি । বেশ কয়েকটি মালবাহী গাড়ি এবং বাইকে ভাঙচুর করা হয় । এই ঘটনায় তৃণমূল-BJP মিলিয়ে কমপক্ষে পাঁচ জন জখম হয় ।
গতকাল রাত সাড়ে ন'টা নাগাদ ওই গ্রামে বেশকিছু BJP কর্মী জড়ো হয় এবং স্থানীয় তৃণমূল কর্মীদের দিকে তেড়ে গেলে ঘটনার সূত্রপাত হয় বলে তৃণমূল কর্মীদের অভিযোগ । এরপর দু দলের মধ্যে শুরু হয় হাতাহাতি । এরপর তৃণমূলের কর্মীরা বেশ কয়েকটি BJP কর্মীদের বাড়িতে ভাঙচুর করে বলে অভিযোগ । পাল্টা BJP কর্মীরাও কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায় । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে ছুটে যায় SDPO-র নেতৃত্বে বাগনান থানার বিরাট পুলিশবাহিনী ।