পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকড়ায় CPI(M)-র রক্তদান শিবিরে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল - মোহন্ত চট্টোপাধ্যায়

হাওড়া জেলা CPI(M)-র সম্পাদক মণ্ডলীর সদস্য মোহন্ত চট্টোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে৷ প্রায় 15 জন এসে ভাঙচুর চালায় ৷ CPI(M) কর্মী, রক্তদাতাদের মারধর করা হয়েছে ৷

Bankra
Bankra

By

Published : Sep 5, 2020, 10:49 PM IST

ডোমজুড়, 5 সেপ্টেম্বর : CPI(M) আয়োজিত রক্তদান শিবিরে দুষ্কৃতীদের হামলা, শিবির লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ শিবির থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা ৷ ভাঙচুর চালানো হয়েছে শিবিরের ভিতরে ৷ ভেঙে দেওয়া হয়েছে চেয়ার, টেবিল ৷ রক্ত সংগ্রহের সরঞ্জামও নষ্ট করে দেয় দুষ্কৃতীরা ৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে বলে অভিযোগ CPI(M)-র ।

আজ সকাল থেকেই হাওড়ার ডোমজুড় বাঁকড়া কবর পাড়ায় CPI(M)-র পার্টি অফিস রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ কিন্তু দুপুর নাগাদ কয়েকজন দুষ্কৃতী সেই শিবিরে হামলা চালায় ৷ এরপরই ঘটনাস্থানে যায় বাঁকড়া আউটপোস্ট ও ডোমজুড় থানা পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি ৷

হাওড়া জেলা CPI(M)-র সম্পাদক মণ্ডলীর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মোহন্ত চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে৷ সকাল থেকেই এলাকায় জমায়েত করেছিল তারা ৷ রক্তাদান শিবির বানচাল করার ছক করছিল ৷ আমরা সেই আশঙ্কা করেই বাঁকড়া ফাড়ি ও ডোমজুড় থানায় আমরা অভিযোগ করেছিলাম ৷ IC কেও আমরা ফোনে জানিয়েছিলাম ৷" তিনি আরও বলেন, "বাঁকড়া সম্পর্কে আমাদের ধারণা আছে ৷ দীর্ঘ সময় ধরে বাঁকড়ায় কোনও গণতন্ত্র নেই ৷ সাধারণ মানুষ মুখ খুলতে পারে না ৷ ধারাবাহিকভাবে CPI(M) পার্টি কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে ৷ আজ প্রায় 15 জন এসে ভাঙচুর চালায় ৷ CPI(M) কর্মী, রক্তদাতাদের মারধর করা হয়েছে ৷"

রক্তদান শিবির থেকে উদ্ধার তাজা বোমা

যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূল ৷ বাঁকড়া দুই পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা শেখ মেহের আলি বলেন, "যে ঘটনা ঘটেছে তার আমরা নিন্দা করছি ৷ আমরা এই সামাজিক কাজে গতকাল থেকে সাহায্য করেছি ৷ ওরা অস্বীকার করতে পারবে না ৷ কিন্তু রক্তদান শিবির থেকে মাইকে তৃণমূলের নামে ভুল তথ্য প্রচার করে ৷ বলা হয় রক্তদাতাদের তৃণমূলের গুন্ডাবাহিনী নাকি রক্তদান শিবিরে যেতে বাধা দিচ্ছে ৷ আমরা যদি রক্তদান শিবির বানচাল করার চেষ্টা করতাম তাহলে অনেক আগেই করতে পারতাম ৷ কিন্তু ওই শিবির থেকে মাইকে এই প্রচার চালানো পরই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওই শিবিরে ভাঙচুর করে বিক্ষোভ চালায় ৷ এই ঘটনার সঙ্গে তৃণমূল দলের কোনও সম্পর্ক নেই ৷"

ABOUT THE AUTHOR

...view details