পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাণ পেয়েছ পড়ুয়াদের নামে, ভালো থেকো জন্মদিনে - পরিবেশ

বিশ্ব উষ্ণায়ন রোধে অভিনব উদ্যোগ । গাছের জন্মদিন পালন করল স্কুল ।

গাছেদের জন্মদিন পালন করল পড়ুয়ারা

By

Published : Jul 19, 2019, 12:06 PM IST

Updated : Jul 19, 2019, 2:34 PM IST

উলুবেড়িয়া, 19 জুলাই : গাছ বাঁচাতে হবে । সেই লক্ষ্যেই গাছের জন্মদিন পালন করল একদল খুদে । ছিল পেটপুজোর ব্যবস্থাও । মেনু পিঠেপুলি ও পায়েস । উলুবেড়িয়া রাজাপুরের সবিতা স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে অভিনব ভাবে গাছে জন্মদিন পালিত হল গতকাল । জন্মদিনে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয় স্কুলের মাঠের গাছগুলিকে ।

গতবছরের 18 জুলাই স্কুলের মাঠের চারপাশে বসানো‌ হয়েছিল বিভিন্ন প্রজাতির গাছ। এক-এক জন ছাত্রছাত্রীর নামে গাছেদের নামকরণ করা হয়। যার নামে গাছ, সেই গাছ পরিচর্যার দায়িত্ব ছিল সেই ছাত্রছাত্রীর উপর। জন্মদিনে গাছের গায়ে চন্দনের ফোঁটা ও গাঁদা ফুলের মালা পরিয়ে সেই সমস্ত গাছের জন্মদিন পালিত হল গতকাল ।

কচিকাঁচাদের পরিচর্যায় বড় হয়ে ওঠা গাছদের এমন জন্মদিন পালনে‌ খুশি স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকে। অনুষ্ঠানের‌ শেষে 123 জন ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় নতুন গাছের চারা।

বিশ্ব উষ্ণায়ন রোধে অভিনব উদ্যোগ

স্কুলের প্রধান শিক্ষক স্বপন চেটেল বলেন, '' এক বছর আগে ছাত্রছাত্রীরা প্রায় 150টি গাছ লাগিয়েছিল। তারাই বছর ভর গাছের পরিচর্যা করেছে। আজ সেই গাছগুলির জন্মদিন পালিত হল। বিশ্ব উষ্ণায়ন রোধে প্রত্যেকের গাছ লাগানো এবং রক্ষা করা উচিত, এই বার্তা ছাত্র ছাত্রী সহ এলাকার মানুষের কাছে পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। ''

উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক নিশীথ মাহাত বলেন‌, ''100 দিনের কাজের প্রকল্পে এই গাছ লাগানো হয়েছিল । ছাত্রছাত্রীরা পরিচর্যা করে বড় করেছে । ব্লকের সমস্ত স্কুল ও ICDS-এ গাছ লাগানো হচ্ছে । পরিবেশ সম্পর্কে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে এটি খুব ভালো উদ্যোগ ।''

Last Updated : Jul 19, 2019, 2:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details