পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Service Disrupted: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ! সাড়ে তিন ঘণ্টার ভোগান্তির পর অবশেষে মুক্তি নিত্য যাত্রীদের - রেলের দক্ষিণ পূর্ব শাখা

ছটপুজোর আগের দিন শনিবারে ফের বড়সড় বিপত্তি হাওড়া স্টেশনে। দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) হাওড়া- খড়গপুর শাখাতে ওভারহেডের তার ছিঁড়ে তিন ঘণ্টা ধরে বন্ধ ছিল ট্রেন পরিষেবা (Train Service Disrupted)। শেষমেশ নিত্য যাত্রীরা পেলেন মুক্তি ৷

Train Service Disrupted
সাড়ে তিন ঘণ্টার ভোগান্তির পর অবশেষে মুক্তি নিত্য যাত্রীদের

By

Published : Oct 29, 2022, 11:03 PM IST

হাওড়া, 29 অক্টোবর:দক্ষিণ-পূর্ব রেলে হাওড়া-খড়গপুর শাখায় শনিবার সন্ধ্যে থেকে ব্যাহত ট্রেন পরিষেবা (Train Service Disrupted)। দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর, হাওড়া (Howrah Station) কারশেডের কাছে বিকেল সাড়ে চারটা নাগাদ ওভারহেডের তার ছিঁড়ে যায় (Train Service Disrupted After Overhead Wire Snaps)। এর ফলে সম্পূর্ণভাবে আপ ও ডাউন লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে তা জোড়ার কাজ শুরু করেন ইঞ্জিনিয়ররা। তবে এই ঘটনায় ব্যাপক হয়রানির শিকার হন যাত্রীরা। অন্যান্য দিনের মতোই বিকাল থেকে অফিস অফিসে ছুটি হতেই ভিড় বাড়তে থাকে হাওড়া স্টেশনে। প্রতিদিনই বাড়ি ফেরার তাড়া দেখা যায় অফিস যাত্রীদের মধ্যে। তবে এদিন ঠিক সেই সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় হয়রানির মুখে পড়েন হাওড়া-খড়গপুর শাখা নিত্যযাত্রীরা।

ঘটনাস্থল পরিদর্শনে যান রেলের দক্ষিণ-পূর্ব শাখার উচ্চপদস্থ আধিকারিকরা। অন্যদিকে আচমকা এই বিপত্তির জেরে দক্ষিণ-পূর্ব শাখার একাধিক স্টেশনে বিভিন্ন লোকাল ও দূরপাল্লার ট্রেনও দাঁড়িয়ে গিয়েছে। তবে রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে পরিস্থিতির গুরুত্ব বিচারে দ্রুত গতিতে সারাইয়ের কাজ শুরু করা হয়েছে। শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা।

আরও পড়ুন:কাশ্মীরের বিদ্যুৎ প্রকল্পে ধসে মৃত 1, উদ্ধার করতে এসে আটকে পড়লেন 6

দীর্ঘক্ষণ অপেক্ষারত বাগনান যাওয়ার জন্য যাত্রী মণিরুল হাজরা জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কখন ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে জানেন না। অপর এক অপেক্ষামান যাত্রী প্রকাশ চন্দ্র জানান, বিকেল সাড়ে চারটে থেকে তার ছিঁড়ে পরিষেবা বন্ধ। অনেকে মেল ট্রেন ধরে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরার জন্য চলে গিয়েছেন ৷ যদিও সন্ধ্যা 8টা নাগাদ শেষ পর্যন্ত ট্রেনের ব্যাহত থাকা পরিষেবা স্বাভাবিক হয় ৷ প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল ঠিক হয়। পরিষেবা পুনরায় চালু হতে স্বস্তির নিঃস্বাস ফেলেন নিত্যযাত্রীরা।

ABOUT THE AUTHOR

...view details