পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santragachi Bridge Closed: আগামিকাল থেকে শুরু ব্রিজ মেরামতির কাজ, দেড় মাস বন্ধ সাঁতরাগাছি সেতু - howrah police commissioner

19 নভেম্বর শনিবার সকাল থেকে বন্ধ থাকবে সাঁতরাগাছি সেতু (Santragachi Bridge Closed) ৷ শুরু হচ্ছে সেতুর মেরামতির কাজ ৷ ভোগান্তি এড়াতে কোন পথে যাত্রা করবেন সেই পথ নির্দেশিকা হাওড়া সিটি পুলিশের ৷

Santragachi Bridge Closed
ETV Bharat

By

Published : Nov 18, 2022, 10:10 PM IST

হাওড়া, 18 নভেম্বর:আগামিকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হচ্ছে সাঁতারগাছি সেতু মেরামতির কাজ (Santragachi Bridge Closed) ৷ দেড় মাস ধরে বন্ধ থাকবে সাঁতরাগাছি সেতু ৷ সেতু বন্ধের জেরে নিত্যযাত্রীদের জন্য হাওড়া সিটি পুলিশের বিশেষ নির্দেশিকা। পরিবর্তন করা হয়েছে যান চলাচলের সময় সীমা ৷ প্রতিদিন গড়ে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে 70 হাজার গাড়ি চলাচল করে। দীর্ঘ দিন যাবদ এই সেতু বন্ধ থাকায় সমস্যায় পড়বেন গাড়ি চালকরা ৷ আন্দুল রোডের ক্ষেত্রে রাত্রি 10টা থেকে ভোর 6টা পর্যন্ত টোটো ও অটো চলাচল বন্ধ করে দেওয়ার কথাও জানান কমিশনার। সাঁতরাগাছি ব্রিজের যে অংশটি খোলা থাকবে সেখানে গাড়ির চাপ বুঝে ট্রাফিক নিয়ন্ত্রিত করা হবে।

আরও পড়ুন: দেড়মাসের জন্য বন্ধ হতে চলেছে সাঁতরাগাছি সেতু, যাত্রী ভোগান্তির আশঙ্কা

হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি সাংবাদিক সন্মেলনে জানান, আন্দুল রোড ও হাওড়া আমতা রোডের যে যে অংশগুলো খারাপ ছিল সেগুলোকে দ্রুততার সঙ্গে মেরামত করে দেওয়া হয়েছে । আন্দুল রোড ও হাওড়া আমতা রোডের বেশ কয়েকটি স্থানে মজুত করা হবে টোইং ভ্যান। যাতে রাস্তায় কোনও গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে গেলে ওই ভ্যানের সাহায্যে দ্রুত তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় । নয়টি টোইং ভ্যানের ব্যবস্থা রাখা হচ্ছে বলেই জানান পুলিশ কমিশনার। এছাড়াও রাস্তায় গাড়ির চাপ বেশি হয়ে গেলে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স যাতে সুষ্ঠভাবে যাতায়াত করতে পারে সেই ব্য়বস্থাও থাকছে ৷ প্রয়োজন হলে বড় পণ্যবাহী ট্রলারগুলোকে কোনা হাইওয়ে দিয়ে নিবেদিতা সেতু মারফৎ টালা ব্রিজ দিয়ে কলকাতায় প্রবেশ করানো হবে বলেই জানান তিনি। সাধারণ মানুষ ও গাড়ি চালকদের রাস্তা বোঝার সুবিধার জন্য রাস্তায় রাস্তায় বাংলা, হিন্দি ও ইংরেজিতে লেখা বিশেষ বোর্ড ও সাইনবোর্ড টাঙানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: প্রতি বর্ষায় ভেঙে যায় সাঁকো, চাঁদা তুলে তা তৈরি করেন গ্রামবাসীরাই

প্রসঙ্গত রাজ্য পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে 19তারিখ শনিবার রাত 11থেকে ভোর 5টা অবধি সম্পূর্ণ বন্ধ। এছাড়াও ওই দিন ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত কলকাতাগামী একমুখী লেন খোলা রাখা হবে। নভেম্বর থেকে শুরু হয়ে এই কাজ চলবে গোটা ডিসেম্বর মাস অব্ধি। প্রায় দেড় মাস যাত্রীদের ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details