পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্মঘটে ট্রাক ও টেম্পো মালিকরা - tempo

রাজ্যের বিভিন্ন জেলায় অনির্দিষ্টকালের জন্য ট্রাক ও টেম্পো ধর্মঘট ।

ধর্মঘটে ট্রাক ও টেম্পো মালিকরা

By

Published : Aug 19, 2019, 3:56 PM IST

শালিমার ও দাঁতন, 19 অগাস্ট : একাধিক দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে ট্রাক ও টেম্পো মালিকরা ৷ আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ধর্মঘট শুরু হয়েছে ৷ হাওড়ায় শালিমার ট্রাক ও টেম্পো অ্যাসোসিয়েশান এই ধর্মঘটে সামিল হয়েছে ৷ তাদের মুখ্য দাবি, পণ্যের অতিরিক্ত ওজন সংক্রান্ত মোটর ভেহিকেলস আইন বন্ধ করতে হবে ৷ অন্য দাবিগুলি হল , পেট্রোল ডিজেলের উপরে GST চালু, থার্ড পার্টি ইনসুরেন্সের খরচ কমানো, ডাকবাবু, সিভিক পুলিশ, RTO-র জুলুমবাজি বন্ধ করা, 2019 এর বাজেট অধিবেশনে ভারত সরকারের পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করা । যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন এই ধর্মঘট চলবে জানিয়েছেন সংগঠনের সহ সভাপতি বীরেন দাস সিং ।

বীরেন বলেন, "মানুষের অসুবিধা হলেও আমরা বাধ্য হয়েই এই ধর্মঘটে শামিল হয়েছি । মূলত ৬ দফা দাবিকে সামনে রেখেই আমাদের এই ধর্মঘট ৷ শালিমারে ১০০০ টি ট্রাক, টেম্পো শামিল হয়েছে এই ধর্মঘটে । অভিযোগ, রাস্তায় গাড়ি বের করলে পুলিশের জুলুম এত বেড়েছে যে গাড়ি চালানো দুঃসাধ্য হয়ে পড়েছে । অথচ কোথাও বন্যা হলে, ভূমিকম্প হলে ট্রাক মালিকরা নিজেরাই এগিয়ে যায় । আমরাই যদি না বাঁচি তাহলে কী করে মানুষকে সাহায্য করব ৷ আজ তাদের ন্যূনতম সম্মানটুকুও নেই ।"

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উড়িষ্যা সীমান্ত সংলগ্ন সোনাকনিয়াতে প্রায় কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় ৷ আজ ট্রাক মালিকরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে রাস্তা অবরোধ করেন ৷ সকাল সাতটা নাগাদ এই অবরোধ শুরু হয় ৷এদিকে, ট্রাক ধর্মঘট চললে বাড়তে পারে জিনিসের দাম । বাড়তে পারে সবজি ও আমদানিকৃত মাছের দাম । যা দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে ব্যবসায়ীদের কপালে৷

ABOUT THE AUTHOR

...view details