পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cartoon Characters in Howrah traffic awareness : ট্রাফিক সচেতনতা বাড়াতে হাওড়ার রাস্তায় হাঁদা-ভোঁদা, বাঁটুলরা - Howrah City Police

হাওড়ার রাস্তায় নেমে হাঁদা-ভোঁদা, বাচ্ছু-বিচ্ছু ও বাঁটুলরা শেখাবে ট্রাফিক আইনের খুঁটিনাটি ৷ কালজয়ী কার্টুন চরিত্র দিয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির চেষ্টা হাওড়া সিটি পুলিশের (Cartoon Characters in Howrah traffic awareness) ৷

Cartoon Characters in Howrah traffic awareness
Cartoon Characters in Howrah traffic awareness

By

Published : Mar 26, 2022, 1:47 PM IST

হাওড়া, 26 মার্চ : না আর বইয়ের পাতা বা টেলিভশনের পর্দায় নয়, এবার রাস্তায় নেমে বাচ্ছু-বিচ্ছু, হাঁদা-ভোঁদা, বাঁটুলদা শেখাবেন কিভাবে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলতে হবে ৷ এমনই উদ্যোগ নিয়েছে হাওড়া সিটি পুলিশ ৷ কালজয়ী কার্টুন চরিত্র দিয়ে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির চেষ্টা হাওড়া সিটি পুলিশ ও হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের (To raise traffic awareness on Howrah famous Narayan Debnath's cartoon character uses)।

হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিমচন্দ্র সরণী দিয়ে গেলে শুধু হাওড়া ব্রিজ নয়, এবার পাশের দেওয়ালেই চোখে পড়বে হাতে হেলমেট নিয়ে বাইক চালকদের বার্তা দিচ্ছে স্বয়ং বাঁটুল । বাঁটুল বলছে, হেলমেট না পড়লেই ১ হাজার টাকা জরিমানা । হেলেমেট না পড়লে যে দুর্ঘটনা হতে পারে সেই বার্তাও দিচ্ছে বাঁটুল ।

আরও পড়ুন : Metro Disruption : সাতসকালে বরানগর স্টেশনে মেট্রো বিভ্রাট

নারায়ণ দেবনাথের (Narayan Debnath) শিল্পকে বিশেষ শ্রদ্ধা জানাতেই হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) এই নয়া উদ্যোগ বলে তারা জানিয়েছেন । সম্প্রতি প্রয়াত হয়েছেন কিংবদন্তি শিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ । তাঁকে শ্রদ্ধা জানাতে অভিনব পন্থা হাওড়া সিটি পুলিশের । শ্রষ্ঠার তৈরি কালজয়ী কার্টুন চরিত্র ফুটিয়ে তোলা হল হাওড়া স্টেশন চত্বরে একটি দেওয়ালের উপরে । সেখানে আঁকা হয়েছে কার্টুন চরিত্র হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ মতো ট্রাফিক সচেতনতামূলক বার্তা । আর এর মাধ্যমে রাস্তা পারাপার করার জন্য ও গাড়ি চালানোর ঝুঁকিপূর্ণ দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে । পাশাপাশি সঠিক ট্রাফিক নিয়ম কানুন মেনে রাস্তায় গাড়ি চালানো ও পথচারীদের রাস্তা পারাপারের জন্য সাদা কালো জেব্রা ক্রসিং ব্যবহার করা নিয়ে দেওয়া হয়েছে বিশেষ বার্তা ।

এছাড়াও একগুচ্ছ কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে, বাইক চালানোর সময় হেলমেটের অত্যাবশ্যক ব্যবহার, যা জীবনের ঝুঁকি কমায় (Traffic Awareness) । দু‘জনের অতিরিক্ত আরোহী নিয়ে বাইক চালানো জীবনকে ঝুঁকিপূর্ণ করে তোলে । হেলমেট ব্যবহার না করলে বাইক আরোহীদের জরিমানা হতে পারে, এই ধরণের ট্রাফিক আইন সংক্রান্ত বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে ।

আরও পড়ুন : Mamata Banerjee North Bengal Tour : উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, হামরো পার্টির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

অনেক গাড়ি চালক বা পথচারী চলার পথে জেনেবুঝে বা নিজের অজান্তেই অনেক ট্রাফিক আইন লঙ্ঘন করেন । ট্রাফিক আইন লঙ্ঘন করলে পরিস্থিতি ভয়ঙ্কর এমনকী প্রাণহানিও হতে পারে । তাই তাদের ট্রাফিকের নিয়মাবলির পাঠ দিতে নারায়ণ দেবনাথের বাঁটুল দ্য গ্রেটকেই হাতিয়ার করেছেন হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা (Howrah Traffic Guard)।

উল্লেখ্য, এবছর জানুয়ারি মাসেই প্রয়াত হয়েছেন নারায়ণ দেবনাথ । যাঁর আঁকা ছবি দেখে, যাঁর লেখা পড়ে বাঙালির ছোটবেলা কেটেছে । হাঁদা-ভোঁদা হোক বা বাঁটুল দ্য গ্রেট, বাঙালি কোনওদিন তাদের ভুলতে পারবে না । নারায়ণ দেবনাথের সেই সৃষ্টিকেই সম্মান জানিয়ে হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এই প্রয়াস বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details