পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাওড়ায় শহিদ বেদিতে মাল্যদান তৃণমূল নেতা-কর্মীদের - শহিদ দিবস

হাওড়ায় চলছে তৃণমূলের ভার্চুয়াল সভার তোড়জোড় ৷ বসানো হয়েছে TV স্ক্রিন ৷

tmc workers are getting ready for 21st july mamata banerjee virtual public meeting
হাওড়ায় চলছে তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল জনসভার তোড়জ়োড়

By

Published : Jul 21, 2020, 12:44 PM IST

হাওড়া, 21 জুলাই : আজ হাওড়া সদর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে শহিদ বেদিতে মাল্যদান করা হয় । দলীয় পতাকাও উত্তোলন করা হয় । আজ জেলা কার্যালয়ের সামনে TV স্ক্রিন বসানো হয়েছে । নেত্রীর ভাষণ শোনার জন্য কর্মীরা সেখানে জমায়েত করবেন ।

প্রতি বছর এই দিনে ধর্মতলায় শহিদ সমাবেশ পালন করে তৃণমূল কংগ্রেস । এবার তা সম্ভব হচ্ছে না । এবার তাই ভাচ্রুয়াল সমাবেশের আয়োজন করা হয়েছে । তাই প্রতিবারের মতো ভিড়ের ছবি ধরা পড়ছে না ধর্মতলা সহ হাওড়ার একাধিক এলাকায় । প্রতি বছর হাওড়া স্টেশন থেকে নেমে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মী-সমর্থকরা সভাস্থানে এসে জড়ো হন ।

হাওড়ায় চলছে তৃণমূলের শহিদ দিবসের ভার্চুয়াল জনসভার তোড়জ়োড়

এবার নেত্রীর ভাষণ শোনার জন্য বুথে বুথেই জড়ো হবেন তৃণমূল নেতা-কর্মীরা ।

ABOUT THE AUTHOR

...view details