হাওড়া, ২৪ মার্চ : তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করা হল। তার নাম গোবিন্দ প্রামাণিক (৩৮)। এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় BJP নেতা-কর্মীদের দিকে। গোবিন্দর বাড়ি রাজাপুর থানা এলাকার কমলাচকে। সে পেশায় অটোচালক ছিল।
গোবিন্দ গতকাল রাতে অটো নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। গোবিন্দকে তারা মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে ছুটে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়।