পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাতে বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন

প্রকাশ্যে খুন তৃণমূল কর্মী। অভিযোগের তীর BJP-র দিকে। BJP-র দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন।

howrah

By

Published : Mar 24, 2019, 3:21 AM IST

হাওড়া, ২৪ মার্চ : তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে রাস্তায় কুপিয়ে খুন করা হল। তার নাম গোবিন্দ প্রামাণিক (৩৮)। এই ঘটনায় অভিযোগের তির স্থানীয় BJP নেতা-কর্মীদের দিকে। গোবিন্দর বাড়ি রাজাপুর থানা এলাকার কমলাচকে। সে পেশায় অটোচালক ছিল।

গোবিন্দ গতকাল রাতে অটো নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। গোবিন্দকে তারা মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কোপায়। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থানে ছুটে গেলে দুষ্কৃতীরা চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারা গোবিন্দকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


গোবিন্দর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোবিন্দ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল। BJP-র নেতা-কর্মীরাই গোবিন্দকে খুন করেছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের হাওড়া গ্রামীণ জেলার জেনেরাল সেক্রেটারি প্রত্যূষ মণ্ডলের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই গোবিন্দকে খুন করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details