হাওড়া, 21 জুন: অগ্নিপথ ইস্যুতে রাজ্যের শাসকদলকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ জানালেন, দেশভক্তি এবং জাতীয়তাবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে শিখতে হবে তৃণমূলকে (TMC Should Learn Patriotism from Narendra Modi Says Suvendu Adhikari) ৷ প্রসঙ্গত, এ দিন আন্তর্জাতিক যোগ দিবসে হাওড়ার বাপু উদ্যোনে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন শুভেন্দু ৷ সেখানেই তিনি তৃণমূলকে নরেন্দ্র মোদির কাছ থেকে দেশভক্তি শেখার পরামর্শ দেন ৷ সেই সঙ্গে অভিযোগ করলেন, বিরোধীরা দেশের যুবসমাজকে অগ্নিপথ ও অগ্নিবীর নিয়ে বিভ্রান্ত করছে ৷
এ দিন শুভেন্দু দাবি করেন, মানুষকে ভুল বোঝানো হচ্ছে ৷ অগ্নিবীররা দেশের যুবসমাজকে উদ্বুদ্ধ করবেন এবং সম্মান বাড়াবেন ৷ তাঁর মতে, কিছু মানুষ প্রধানমন্ত্রীর প্রতিষ্ঠা এবং জনপ্রিয়তার সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না বলেই, অগ্নিপথ নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে ৷ তাঁর অভিযোগ, আদতে সেই সব লোকজনই দেশের সম্মান নষ্ট করার চেষ্টা করছে ৷ আর এই প্রসঙ্গেই রাজ্যের শাসকদলকে দেশভক্তি নিয়ে একহাত নেন তিনি ৷ তাঁর মতে, দেশভক্তি এবং জাতীয়তাবাদ সম্পর্কে প্রধানমন্ত্রীর থেকে তৃণমূলকে শিখতে হবে (Suvendu on Agnipath Scheme) ৷ শুভেন্দু জানান, যে বয়সে দেশের যুবসমাজ পাড়ায় আড্ডা দেয় ৷ সেই বয়সে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশসেবার সুযোগ পাবেন ৷