হাওড়া, 28 ফেব্রুয়ারি :যুবনেতা আনিশ খানের মৃত্যুর 10 দিন পরে পথে নামল তৃণমূল কংগ্রেস । গত কয়েকদিন ধরে এই ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি । পথে নেমেছে সিপিআইএম, বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি । প্রত্যেকেই কাঠগড়ায় তুলেছেন রাজ্যের শাসকদলকে । এবার আনিশের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে পথে নামল জোড়াফুল শিবিরও ।
আনিশের মৃত্যুর পর মূলত বামপন্থী ছাত্র সংগঠনের আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য-রাজনীতি । ঘটনার পর নবান্ন থেকে গঠিত হয় সিট (Special Investigation Team) । যদিও আনিশের পরিবারের দাবি, সিবিআইকে দিয়েই ছেলের মৃত্যুর তদন্ত করতে হবে । প্রায় দশদিন শাসকদলের কেউ এই হত্যাকাণ্ড নিয়ে কোনও আন্দোলনে সামিল না হলেও আজ কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মোমবাতি মিছিল করল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।