বাঁকড়া, 31 জানুয়ারি : দিল্লি উড়ে গিয়ে গতকালই অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ আজ হাওড়ার ডুমুরজলায় বিজেপির সভায় উপস্থিত ছিলেন ৷ তারপরই হাওড়ার বাঁকড়া এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের অফিসের দখল নিল তৃণমূল কংগ্রেস ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায় ৷
আজ হাওড়ার স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল নিয়ে মিছিল করে । মিছিল ফেরত তারা বাঁকড়ার ওই অফিসের দখল নেয় । অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয় ৷ এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের কর্মী সুজিত শেখর দাস বলেন, "এখানে গদ্দারদের কোনও জায়গা নেই । আজ আমরা এই পার্টি অফিসের দখল নিলাম ।" তাঁর অভিযোগ, রাজীব বন্দ্যোপাধ্যায় গুন্ডা তোলাবাজদের নিয়ে পার্টিটা চালাচ্ছিলেন । তিনি ভূমিপুত্র নন । এই পার্টি অফিস তাঁরা আবার পবিত্র করবেন । তিনি বলেন, গঙ্গাজল দিয়ে পার্টি অফিস শুদ্ধ করা হবে ৷