পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC MPs Controversial Remarks on Dhankhar : রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা, বেনজির আক্রমণ কল্যাণের - রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (TMC MPs Controversial Remarks on Dhankhar) ৷ তিনি রাজ্যপালকে সাদা হাতির তুলনা করেন ৷

tmc mp kalyan banerjee controversial remarks on wb governor jagdeep dhankhar
TMC MPs Controversial Remarks on Dhankhar : রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা, বেনজির আক্রমণ কল্যাণের

By

Published : Jan 1, 2022, 8:24 PM IST

ডোমজুড়, 1 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে সাদা হাতির সঙ্গে তুলনা করলেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (tmc mp kalyan banerjee controversial remarks on wb governor jagdeep dhankhar) । আজ, শনিবার হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে দুয়ারে চিকিৎসক অনুষ্ঠানে এসে বেনজিরভাবে আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ । তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে রাজ্যপাল রাখা ও সাদা হাতি পোষা, একই ব্যাপার ৷

তিনি বলেন, ‘‘বি আর আম্বেদকর যদি জানতেন জগদীপ ধনকড়ের মতো কোনও ব্যক্তি রাজ্যপাল হবেন । তাহলে সংবিধানে রাজ্যপালের কোনও পদ তিনি রাখতেন না ।’’ তিনি রাজ্যপালকে হাস্যকর চরিত্র বলে কটাক্ষ করেন । তিনি প্রশ্ন তোলেন রাজ্যপালের সাংবিধানিক অধিকার নিয়েও ।

হাওড়া পৌরনিগম সংশোধনী বিল রাজ্যপাল আটকে রেখেছেন কোন অধিকারে, সেই প্রশ্ন তোলেন তিনি । তিনি বলেন, ‘‘বুদ্ধ, সিপিএম, মোদি- মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারেননি ৷ আর রাজ্যপাল তাঁদের কাছ খুবই নগণ্য । রাজ্যপাল নর্দমার পোকার মতো উড়ে যাবেন ।’’

রাজ্যপালকে সাদা হাতির সঙ্গে তুলনা, বেনজির আক্রমণ কল্যাণের

একই সঙ্গে তিনি রাজ্যপালকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন তাঁর সঙ্গে সাংবিধানিক বিতর্কসভায় বসার জন্য ৷ তাঁর হুঁশিয়ারি, রাজ্যপাল বসলে তাঁকে বুঝিয়ে দেবেন সংবিধান কতটুকু অধিকার তাঁকে দিয়েছে ।

আরও পড়ুন :HMC (Amendment) Bill : হাওড়া পৌরনিগম সংশোধনী বিল বিবেচনাধীন, বিভ্রান্তি দূর করে জানালেন রাজ্যপাল

পাশাপাশি তিনি নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন ৷ তিনি বলেন, ‘‘ডোমজুড়ে যে 43 হাজার ভোটে হেরে গিয়েছে, তার বিষয়ে বেশি কথা বলা ঠিক নয় । অপ্রয়োজনে তাঁকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তৃণমূলের নেতারা ভাত আর সব্জি খেয়ে ভাল থাকতে পারেন, গদ্দারের মতো দক্ষিণ কলকাতায় চারটে বাড়ি, দুবাইতে ফ্ল্যাট লাগে না ।’’

ABOUT THE AUTHOR

...view details