ডোমজুড়, 1 জানুয়ারি : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে সাদা হাতির সঙ্গে তুলনা করলেন শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (tmc mp kalyan banerjee controversial remarks on wb governor jagdeep dhankhar) । আজ, শনিবার হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রে দুয়ারে চিকিৎসক অনুষ্ঠানে এসে বেনজিরভাবে আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ । তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে রাজ্যপাল রাখা ও সাদা হাতি পোষা, একই ব্যাপার ৷
তিনি বলেন, ‘‘বি আর আম্বেদকর যদি জানতেন জগদীপ ধনকড়ের মতো কোনও ব্যক্তি রাজ্যপাল হবেন । তাহলে সংবিধানে রাজ্যপালের কোনও পদ তিনি রাখতেন না ।’’ তিনি রাজ্যপালকে হাস্যকর চরিত্র বলে কটাক্ষ করেন । তিনি প্রশ্ন তোলেন রাজ্যপালের সাংবিধানিক অধিকার নিয়েও ।
হাওড়া পৌরনিগম সংশোধনী বিল রাজ্যপাল আটকে রেখেছেন কোন অধিকারে, সেই প্রশ্ন তোলেন তিনি । তিনি বলেন, ‘‘বুদ্ধ, সিপিএম, মোদি- মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারেননি ৷ আর রাজ্যপাল তাঁদের কাছ খুবই নগণ্য । রাজ্যপাল নর্দমার পোকার মতো উড়ে যাবেন ।’’