হাওড়া, 1 মে : বেলুড়ের ভোট বাগান অঞ্চলে পুলিশের রুটমার্চ ঘিরে বিতর্ক । আজ পুলিশের রুটমার্চে হাওড়ার 58 ও 59 নম্বর ওয়ার্ডের দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ এলাকার কয়েকজন তৃণমূল কর্মীকে দেখা যায় । এরপরই সরব হয় বিরোধীরা । পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে তারা । প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের এই পদক্ষেপের নিন্দা করেছেন বালির বিধায়ক বৈশালি ডালমিয়াও ।
বেলুড়ে পুলিশের রুটমার্চে তৃণমূল নেতারা, বিতর্ক - west bengal lockdown
আজকের রুটমার্চে উপস্থিত ছিলেন হাওড়া পৌরসভার ওয়ার্ড নম্বর 58 ও 59-এর দুই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তফজুল আহমেদ ও রিয়াজ় আহমেদ ।
টিকিয়াপাড়ার পর এবার বেলুড় ভোট বাগান অঞ্চলে আজ রুটমার্চ করে হাওড়া সিটি পুলিশ । লকডাউনের সব নিয়ম যাতে সঠিকভাবে পালন করা হয়, সেজন্য এলাকাবাসীর কাছে আবেদন জানানো হয়। আর এই রুটমার্চকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়েছে । কারণ সেই রুট মার্চে ছিলেন তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর তফজুল আহমেদ ও রিয়াজ় আহমেদ । শুধু তাই নয়, ওই এলাকার তৃণমূল কর্মীরাও রুটমার্চে ছিলেন ।
এবিষয়ে বালির বিধায়ক বৈশালি ডালমিয়া বলেন, "স্থানীয় বিধায়ক হিসেবে আমি কোনও অনুমতি দিইনি । জেলা সভাপতি অরূপ রায়ও কোনওরকম নির্দেশ দেননি। দলের তরফে লকডাউনের সময় রাজনৈতিক নেতাদের বাড়িতে থাকার কথাই বলা হয়েছে । কিন্তু তাঁরা রাস্তায় বেরিয়েছেন সম্পূর্ণ নিজের ইচ্ছায় । আমি তাঁদের এই পদক্ষেপের নিন্দা করি।"