বেলুড়, 16 এপ্রিল: বেলুড়ের বন্ধ কারখানার জমিতে গড়ে উঠছে শিল্প পার্ক ৷ ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ডব্লিউবিআইডিসি-র উদ্যোগে বেলুড়ে এই লজিস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্কটি নির্মিত হচ্ছে ৷ পাশাপাশি আরও অনেক বন্ধ কারখানার জমি বছরের পর বছর পড়ে রয়েছে ৷ সেগুলিকে শিল্পের কাজে লাগাতে চায় নবান্ন । সেই মতো এবার রাজ্য সরকারের উদ্যোগে সেই বন্ধ কারখানার জমিগুলি নিয়ে তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হাওড়ার বুকে ন'টি সমান্তরাল জমি এই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে ৷ এর আনুমানিক পরিমাণ 69.255 একর ৷
এখানে শিল্পোন্নয়নের জন্য শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হচ্ছে ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে হাওড়ার এই শিল্পপার্কে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছে আগামী গ্রুপ ৷ এছাড়া হাওড়ায় নিসকো ফ্যাক্টরিও দীর্ঘদিন ধরে বন্ধ ৷ এই বন্ধ কারখানার জমিতেও শিল্প পার্ক তৈরি করে শিল্পায়নের ভাবনা রাজ্য প্রশাসনের ৷ উল্লেখ্য, একমাত্র হাওড়া নয়, আরও বহু বন্ধ কারখানার জমি শিল্পায়নের কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ৷ এর মধ্যে আরও দু'টি বন্ধ কারখানার জমিতে এই ধরনের শিল্প পার্ক গঠনের প্রস্তুতি নিয়েছে সরকার ৷